Blogger দিয়ে সম্পূর্ণ একটি Blog তৈরী - ০১

লিখেছেন লিখেছেন মুখতার ২১ এপ্রিল, ২০১৪, ০৪:৫১:১০ বিকাল

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

বর্তমান সময়ে আমরা অনলাইনে দেখতে পায় যে হাজারও বললে ভুল হবে, অগণিত ওয়েব পেজ, ওয়েব সাইট ইত্যাদি রকমারি ব্লগ। প্রত্যেকেই একটি ব্লগ বা ওয়েব সাইটের আশা করি। তা আমরা সবাই জানি। যেহেতু ওয়েব সাইট কিনতে হয় তাই আমরা একটি ওয়েব সাইট কেনার সামর্থ্য রাখি না। সবার কেনার সামর্থ্য থাকে না। ব্লগের মাধ্যমেও একটি সাইট তৈরী করা যায়। অর্থাৎ ওয়েব সাইটের চাহিদা ব্লগ দ্বারা পূরণ করা যায়। তাই আমি আপনাদের সাথে একটি চেইন টিউন শুরু করতে যাচ্ছি। টিউনটি হল ব্লগার দিয়ে কিভাবে আপনারা একটি ব্যক্তিগত বা অফিসিয়াল ব্লগ তৈরী করতে পারেন।

আজ প্রথম পর্বে আমি দেখাব ব্লগারে কিভাবে Registration এবং Post করতে হয়। আর হা আপনার একটি gmail একা্‌উন্ট থাকতে হবে। না থাকলে এখান থেকে নতুন একাউন্ট করে নিন।

এখানে গেলে নিম্নের মত একটি পেজ ওপেন হবে।

http://hostdini.com

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File