আমার কলেজ জীবন{pranjle’s college life} পর্ব-১

লিখেছেন লিখেছেন অনির্বাণ৯৬ ০৭ আগস্ট, ২০১৪, ১২:৪৫:৫৯ দুপুর



২০১৪ সালের ১৬ই মে আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট হাতে পেলাম। দিনটা আমার জন্য অনেক আনন্দের ছিল। কারণ আমি এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপি ৫ পেয়েছিলাম। রেজাল্ট পাওয়ার পর স্বাভাবিক নিয়মেই আমি আমার স্কুলজিবন শেষ করলাম। ঠিক সেই সময় যারা তাদের কাংখিত ফল পেয়েছিল তারা সবাই কলেজের বিষয়ে ভাবতে শুরু করে দিয়েছিল। আমিও তার ব্যাতিক্রম ছিলাম না। যেহুতু আমি আমার প্রত্যাশিত ফল পেয়েছিলাম তাই আমিও চাইতাম যে একটা ভাল কলেজে ভর্তি হতে। ভালো কলেজ বলতে সাধারণত ঢাকার ভালো কলেজ গুলোকে বোঝায় যেমন রাজঊক,নটরডেম,রাইফেলস,ঢাকা কলেজ গূলোকেই বোঝায়। নিজের মনের মধ্যে খালি ঘুরপাক খেত কোন কলেজে ভর্তি হব। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে প্রতিদিন এই ব্যাপারে কথা বলতাম। কিন্তু নিজের ইচ্ছা সত্তেও বাস্তবতার কাছে হার মানলাম। সিদ্ধান্ত হল নিজের জেলার সরকারী কলেজ এ ভর্তি হব। তার নিজের পছন্দের কলেজগুলোর মধ্যে সতর্কতার বশত আবেদন করলাম। তারপর একটা লম্বা গেপ। কিন্তু এই সময়ের মধ্যে সবাই প্রাইভেট শুরূ করে দিল। সবার দেখাদেখি আমিও প্রাইভেট শুরু করলাম। কিন্তু তবুও আমার মধ্যে সবসময় একটা আনন্দ কাজ করত। প্রাইভেট এ জেতাম কিন্তু অনিয়মিত ছিলাম। পরিক্ষা শেষ হোয়ার সাথে সাথে ভালো ছাত্র নামধারি কতিপয় কিছু ছাত্র গনিত প্রাইভেট শুরু করে দিল। কিন্তু আমি ছিলাম ছুটির আনন্দে। যা হোক রেজাল্ট দেওয়ার আমিও প্রাইভেট শুরু করলাম। সবার প্রথমে পদার্থ,গনিত শুরু করলাম। ভালোই চলছিল। শুধুমাত্র নামমাত্র পড়লেখার নামে সম্পূর্ণ ছুটির আমেজ। কিন্তু যখন কলেজের আবেদনের রেজাল্ট দিল তখন আবার সেই গতানুগতিক চিন্তা মনের ভেতর আস্তে লাগল। কিন্তু যেই দিন রেজাল্ট দিল সেই দিন আমি আসমান থেকে মাটিতে নেমে এলাম। বিভিন্ন কলেজের রেজাল্ট দেওয়ার পর আমার কি রকম অনুভুতি হয়েছিল তা আমি পরের পর্বে বর্ণনা করব।

যা হোক আমি সরকারি কলেজ এ আমি মেরিট এ ছিলাম। রেজাল্ট দেওয়ার পর আমি জানতাম না কবে ভর্তি হব। পরে জানতে পারলাম ভর্তি হোয়ার সময় মাত্র দুই দিন তাও আবার সকাল ১০টা থেকে দুপুর ১টা। ভর্তির প্রথম দিন আমি সারাদিন বাসায় বসে কাটিয়েছিলাম কিছু উদ্ভট চিন্তা করে। যা হোক বিকালে আমি একটু বাইরে বের হয়েছিলাম। বিকাল ৫টা বাজে আমার বন্ধু প্রাইভেট পরে আসছিল। তার সাথে দেখা হোয়ার পর তার কাছ থেকে আমি বিস্তারিত সব জানতে পারলাম। সব শুনার পর আমার মাথায় আকাশ ভেঙ্গে পরল। আমার হাতে মাত্র আর একদিন রয়েছে ভর্তি হোয়ার জন্য। কিন্তু ভর্তি হতে প্রয়োজনীয় প্রশংশাপত্র , ছবি আমার কাছে ছিল না। তারপর গেলাম ক্লাস শিক্ষকের বাড়িতে। কিন্তু গিয়ে দেখি স্যার বাসায় নাই। কিন্তু আমি প্রশংশা পত্র পাব কোথা থেকে? যা হোক এর পরদিন আমি আমি ৯টা বাজে আমি আমার ভর্তির জন্য যাবতীয় জিনিস যোগার করলাম। ১০টা বাজে সবকিছু নিয়ে গেলাম ফর্ম কিনতে। তার আবার বাড়িতে আসলাম ফর্ম পুরণ করতে । পুরণ করার পর ফটোকপি করে জমা দিতে গেলাম। যখন আমার কাছে মুল ফরমটা চাইল তখন দেখলাম আমি সেটা আনি নাই। এটা ছাড়া ভর্তি হোয়া যাবে না। চিন্তা করতে লাগ্লাম কোথায় ফেলে আসলাম? যাই হোক বারিতে এসে ফরমটা পেলাম। তারপর আবার গিয়ে ফরমটা জমা দিলাম। কলেজ জীবনের প্রথমেই আমি এত বড় ধাক্কা খেলাম। কিন্তু যতই দিন যাছে আমার কলেজ জীবন ততই সংকটাপূর্ণ হচ্ছে। সামনে মনে হয় আমার জন্য বড় ধরনের ক্রান্তিকালই অপেক্ষা করছে। যা হোক আমি আমার কলেজ জীবন নিয়ে ধারাবাহিক ভাবে লেখব...সমাধান না করতে পারি শেয়ার তো করা যাবে। আশা করি এর মাধ্যমে সমাধানের পথ খুজে পাব। ধন্যবাদ........(running)

বিষয়: বিবিধ

২৮৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252148
০৮ আগস্ট ২০১৪ রাত ০৩:০৭
আফরা লিখেছেন : আল্লাহ আপনার সমস্যা দূর করে আগামী দিন গুলো সুন্দর করে দিন এই কামনা রইল ।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
196697
অনির্বাণ৯৬ লিখেছেন : আমার প্রতি শুভকামনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ
252152
০৮ আগস্ট ২০১৪ রাত ০৪:১৩
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅলা অাপনার প্রতি রহম করুক এবং সকল সমস্যার সমাধানের তাওফিক দান করুক।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
196698
অনির্বাণ৯৬ লিখেছেন : ভাই আমার সমস্যা পড়ে আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File