কবিতা- শেখ মুজিব লিখেছেন- উকিল চাচা-ম্যাট্রিক পাশ
লিখেছেন লিখেছেন নাহিন ০৩ জুলাই, ২০১৪, ০৯:৪৪:৫১ রাত
(সবাই পড়বেন প্লিজ)
ষষ্ঠ শ্রেণীর বাংলা বইতে শেখ মুজীবকে নিয়ে একটি কবিতা আছে।
কবিতাটি লিখেছেন- কবি রোকনুজ্জামান খান…
কবিতাটি এরকম-
সবুজ শ্যামল বনভূমি মাঠ,
নদীতীর বালুচর।
সবখানে আছে বঙ্গবন্ধু,
শেখ মুজিবের ঘর।
শিশুর মধুর হাসিতে যখন,
ভরে বাঙ্গালীর ঘর।
মনে হয় যেন শিশু হয়ে হাসে,
চিরশিশু মুজিবর।
আমরা বাঙ্গালী যতদিন বেঁচে,
রইবো এই বাংলায়।
স্বাধীন বাংলা ডাকবে,
মুজিব আয় ঘরে ফিরে আয়"
উনাকে চ্যালেঞ্জ জানিয়ে আমি একটি কবিতা লিখেছি।
সেটি এরকম-
"যুদ্ধ হবে, যুদ্ধ হবে,
উঠল কলরব।
বীর বাঙ্গালী মুক্ত হবে
ছিড়বে শিকল সব।
শেখ মুজিবের ডাক এসেছে,
নামতে হবে আজ।
সবখানেতে লেগে গেল,
রণ-সজ্জার সাজ।
নয়মাস ধরে যুদ্ধ হল,
মুক্ত হল জাতি।
সেই যুদ্ধে ভারত ছিল,
বীর বাঙ্গালীর সাথী।
স্বাধীন জাতি, স্বাধীন মানুষ,
স্বাধীন যখন দেশ।
ঠিক তখনি পাল্টে গেল,
শেখ মুজিবের বেশ।
রাজা হবার স্বপ্ন তখন,
দিল মনে উঁকি।
তাইতো তিনি নিতে গেলেন,
বিশাল বড় ঝুঁকি।
পত্রিকা আর চ্যানেল ঘিরে,
আঁটল নিজের চাল,
এভাবেই তিনি করল কায়েম,
প্রথম বাকশাল।
দেশজুড়ে হায় নামল তখন,
অঘোর অমানিশা।
ছুটল মানুষ হারিয়ে তাদের,
মুক্ত পথের দিশা।
ভাত পায়না খেতে মানুষ,
পরণে নেই বস্ত্র।
ট্যাক্স আর চাঁদা আদায় করে,
ঠেকিয়ে মাথায় অস্ত্র।
পঁচাত্তরে মেজর ডালিম,
উদয় হলে প'রে।
মুক্ত হল দেশের মানুষ,
মুজিব গেল মরে।
করেনি এমন নেই কোন কাজ,
নেই কোন ঘোর-পাপ।
সারাজনম বলবে বাঙ্গালী,
মুজীব- বাংলার অভিশাপ
সংগৃহীত…
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন