এবার জাপানের ওনটাকে পর্বতশৃঙ্গে আল্লার গজব..........
লিখেছেন লিখেছেন লিটুয়ারা ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০২:৩২ রাত
মোসলমান'দের আল্লা গতকাল হটাৎ করে কেন জাপানের পর্বতারোহীদের উপর ক্ষেপে গেলেন তার কারন জানা যায় নি। তবে প্রকৃতিবীদ'রা বলেছেন- এটি একটি নিছক উদ্দেশহীন প্রাকৃতিক দুর্যোগ। তবে ইস্লামী পন্ডিত'রা মনে করেন ঐ পর্বতারোহীদের সবাই হয়তো সমকামী ছিলেন অথবা মোহাম্মদের আল্লার কুদরতী চ্যানেঞ্জ করেছেন।
মানবজমিন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ৩:১৪
গতকাল জাপানের ওনটাকে আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুপাতের পর পর্বতশৃঙ্গের নিকটে ৩০ জন পর্বতারোহীর নিথর দেহ পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে তারা প্রত্যেকে মারা গেছেন। খবরে বলা হয়, ওই পর্বতারোহীদের শ্বাসপ্রশ্বাস সক্রিয় ছিল না। এ খবর দিয়েছে বিবিসি। টোকিও’র ২০০ কিলোমিটার দূরে ওই আগ্নেয়গিরি থেকে শনিবার হঠাৎ করেই উদগিরন শুরু হয়। এতে করে পর্বতের ঢালে আটকে পড়েন প্রায় ২৫০ জন মানুষ। এদের বেশিরভাগই সেখান থেকে নেমে আসতে সক্ষম হন। আজ সকাল থেকে সেখানে জোরদার উদ্ধার তৎপরতা চালানো হয়। কর্মকর্তারা ৩০ জন পর্বতারোহীকে নিষ্প্রাণ অবস্থায় খুঁজে পান। এর আগে সামরিক হেলিকপ্টার দিয়ে ৭ জনকে পর্বতের পাশ থেকে সরিয়ে নেয়া হয়। নাগানো জেলা সরকার জানিয়েছে, আহতের সংখ্যা ২৫ জনেরও বেশি। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন