***"মুরগ সমাচার"***

লিখেছেন লিখেছেন আহমাদ গনি ২০ জুন, ২০১৪, ১১:২৪:০০ রাত

বিখ্যাত মুরগি সাপ্লায়ার শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির বলেছে, অনুষ্টানের শুরুতে বিসমিল্লাহ আর বক্তব্যের শেষে আল্লাহ হাফেজ বলার দরকার নাই"। তার কারণ দর্শাতে গিয়েও মুরগত্বের প্রমাণে কোন ধরণের হেরফের রাখেনি "স্বাধীনবাংলা মুরগ সংঘের" এই মিডিয়া প্রতিনিধি। সাধারণ মুরগ আর মুরগের বকবকানিতে বিস্তর ফারাক পরিলক্ষিত হয়, নয়তো একাত্তরের মুরগ হওয়ার মধ্যে আলাদা বিশেষত্ব থাকল কোথায়। একাত্তরের চেতনাধারী এই বিশেষ প্রকৃতির মুরগটি কারণ দর্শিয়েছে এভাবে, "উর্দূ-ফারসির মিশেলে আল্লাহ হাফেজ শব্দটা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের ভূত,পাকিস্তানের ভূত আমাদের ঘাড়ে বসে আছে।" তার এই বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন দেখে আমি অবাক হয়েছি। তার কারণ আমি আগেই বলেছি, সে হচ্ছে স্বাধীনবাংলা মুরগ সংঘের মিডিয়া মুখপাত্র। তাই সে তার স্বজাতির হুকুম-আহকাম বর্ণনা করতঃ এই মন্তব্যটি করেছে। বিসমিল্লাহ, আল্লাহ হাফেজ এগুলোতো মানুষের আহকাম , মুরগজাতি এ আহকাম পালনের পাবন্দি করবে কেন? তাই তার জাতিকে একটু সতর্ক করেছিল আরকি। আর আপনার না বুঝে ক্ষেপে গেলেন। এটা মোটেও উচিত হয়নি। আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এই "জাতীয় মুরগির" সাথে যারা অসদাচরণ করেছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। এবং 48 ঘন্টার মধ্যে তার কাছে পা দিয়ে ক্ষমা চাওয়ার আবেদন করছি।

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File