বিশ্ব ইসলামী আন্দোলন ও নেতৃবৃন্দের শিক্ষাগত যোগ্যতা (২)
লিখেছেন লিখেছেন এরবাকান ২৮ জুলাই, ২০১৫, ০৫:৫১:৪১ বিকাল
ইখওয়ানুল মুসলিমীন
প্রতিষ্ঠাকাল ১৯২৮ সাল
প্রতিষ্ঠাতা শহীদ হাসান আল বান্না
বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলার এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ।
বর্তমান অবস্থা
মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বর্তমান বিশ্বের সব চেয়ে প্রভাবশালী সংগঠন আরব বিশ্ব এবং আফ্রিকাতে এর রাজনৈতিক প্রভাব রয়েছে। ইউরোপের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার গণ এই আন্দোলনের সদস্য।
বর্তমান নেতৃত্ব
ইখওয়ানুল মুসলিমীনের সবচেয়ে বড় নেতা হলেন প্রফেসর ডঃ মুহাম্মাদ বাদিই।
শিক্ষাগত যোগ্যতা
তিনি Part-time professor of pathology at veterinary school of Beni Suef University । আরব বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন বিজ্ঞানীর একজন তিনি।তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ও সুবক্তা। তাঁর বক্তব্বের বৈশিষ্ট হল তিনি তাঁর বক্তব্যকে কুরআন আর হাদিসের বানী দিয়ে সাজিয়ে দেন।
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন