গল্পে গল্পে এরবাকান (১)
লিখেছেন লিখেছেন এরবাকান ২৩ অক্টোবর, ২০১৪, ১২:১৮:০১ রাত
একটি ফুল দিয়ে কখনো বসন্ত হয় না কিন্তু প্রতিটি বসন্তই একটি ফুল দিয়ে শুরু হয়।
উসমানী খিলাফাতের পতন এর পর ৬০ এর দশক পর্যন্তও তুরস্কে সংগঠিত ভাবে কোন ইসলামী আন্দোলন ছিল না। সেই সময়ের প্রখ্যাত আলেম গন প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকানকে সামনে এগিয়ে দেন একটি জামায়াতে ইসলামী ও ইখয়ানুল মুসলিমিনের আলোকে তুরস্কে ইসলামী রাজনৈতিক দল গঠন করার জন্য। ার এই লক্ষে তিনি কাজ শুরু করেন ১৯৬৭ সাল থেকে ার এর জন্য প্রয়োজন ছিল জনগনের মধ্যে ইসলামী আন্দোলনের চেতনা জাগ্রত করা। এরই অংশ হিসাবে তিনি সফর করেছিলেন তুরস্কের অন্যতম শহর কনিয়াতে। যেখানে রয়েছে জালালুদ্দিন রুমির মাজার ার রুমির কারনেই তুরস্কের সব চেয়ে ধারমিক শহর হল কনিয়া। যাই হোক তিনি সেখানে একটি সমাবেশ করার পর পথে একটা পরিবারের বাসায় চা খাওয়ার দাওয়াত নিয়ে টার দলের কর্মসূচীর কথা বলতেছিলেন। তিনি বলতেছিলেন তুরস্কের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনবেন পুনরায় খিলাফাত প্রতিষ্ঠা করবেন। দেশের ভেতরের অশান্তি দুরি করনে ইসলামী শাসনের বিকল্প কিছু নেই। তখন সেই পরিবারের এক মহিলা বলেছিলেন উস্তাদ আপনি সত্য বলছেন কিন্তু আপনি কি পারবেন বাতিলের এই পাহাড়সম বাধা কে ডিঙ্গিয়ে আপনার সপ্ন পুরন করতে? আপনি কি পারবেন আমেরিকার এই পরমানু বোমাকে প্রতিহত করতে? তখন ইসলামের জ্ঞানে আলোকিত, ইসলামের এক মহান নেতা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন
''একটি ফুল দিয়ে কখনো বসন্ত হয় না কিন্তু প্রতিটি বসন্তই একটি ফুল দিয়ে শুরু হয়।''
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন