মুসলিম হিসাবে চিন্তার ক্ষেত্রে যে তিনটি বিষয় লক্ষণীয় --- প্রফ. ড. নাজিমুদ্দিন এরবাকান
লিখেছেন লিখেছেন এরবাকান ১৪ এপ্রিল, ২০১৪, ০৮:৪৮:৫৫ রাত
১. দুনিয়ার জীবন হল সব চেয়ে বড় পরীক্ষা ক্ষেত্র । দুনিয়ার জিবনের সকল কর্মকাণ্ড ও এই পরীক্ষা ক্ষেত্রের প্রাপ্ত ফলাফলের চূড়ান্ত হিসাব গ্রহনের দিন হল হাসরের দিন। আমাদের জিবনের সকল কর্মকাণ্ডের হিসাব মহান রবের নিকট আমাদের কে পেশ করতে হবে।এই জন্য আমাদের জীবন চলার পথে প্রতিটা পদক্ষেপ ই যাতে হয় মহান রবের প্রদর্শিত পথে । কেননা মৃত্যু আমাদের খুবই নিকটবর্তী
২. ইসলাম হল আল্লাহ প্রদত্ত এক জীবন বিধান । যার কারনে ইসলাম হল এক পরিপূর্ণ এক জীবন বাবস্থা । এখানে না আছে বিন্দু মাত্র অতিরিক্ত কন বিষয় না আছে ঘাটতি কোন কিছু আর না আছে কোন ভুল অ ভ্রান্তি।
৩. ইসলাম হল পরিপুরন এক জীবন বাবস্থার নাম। এখানে না যাবে কোন কিছু সংযুক্ত করা না যাবে এখান থেকে কিছু বাদ দেওয়া । ইসলামে যা কিছু আছে তার সবতটুকুই সত্য ও কল্যাণ কর। এটি সবার জন্যই সব যায়গাতেই খুবি প্রয়োজনীয় একটি বিষয় কেননা দুনিয়া ও আখেরাতে সফলতার একমাত্র এবং কেবল মাত্র চাবি চাবিকাঠি হল ইসলাম।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন