ভালবাসার চিঠি
লিখেছেন লিখেছেন থেরাপিস্ট সজীব ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৫:২৩ রাত
তোমার হাঁতে কষ্টে সৃষ্ট একটা উষ্ণ চিঠি দিও আমায়,যাতে তোমার হাঁতের স্পর্শ আর আমাকে নিয়ে তোমার স্বপ্ন গুলো ভাষা পাবে।একটা গোঁলাপের পাঁপড়ি ভরে মুখবন্ধ নীল খামে আটকে দিও।একখানা চুমোও এঁকে দিও তোমার রক্তিম ঠোঁটের স্পর্শের।এক মুঠো গাঁ এর গন্ধ মেখে তাতে দু ফোঁটা সুখের অশ্রু দিয়ে ভিজিয়ে দিও।আর যদি পার তোমার স্বপ্নগুলো ভালবাসার চাদরে মুঁড়িয়ে,তোমার মেঘকালো চুলের আহবান স্বপ্নালু মায়াবী চোখের অতল গভীরতায় আদরের জাঁমা পরিয়ে দিও।কত্ত কিছু চেয়ে ফেললাম তাইনা???!!!
এসব লাগবেনা ,শুধু শীতের রাঁতে উষ্ণ চাঁদর, বর্ষায় বর্ষাতি হয়ে আমার পাশে থেকো।গরমের শীতল হাওয়া,শরতের কাঁশফুল কিংবা হেমন্তের কুয়াশা। নচেৎ শীতের ঠান্ডা, বর্ষার বৃষ্টি, গরমের তাপদাহই হয়ে থাক।তবু আমার পাশে থাক। “তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাক,একটু বসিয়া থাক “ ভাবছ এই গানটার মত বলব??
না।
তুমি বসে না – “আমার মাঝে মিশিয়া থাক “
বিষয়: সাহিত্য
২২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন