Youtuber দের খামখেয়ালীপনা
লিখেছেন লিখেছেন সাইফ মাসুম ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:৩২:৪৮ বিকাল
শুধু আমাদের দেশে না, এখন পুরো পৃথিবীতে Youtuber দের জয়জয়কার। কিছু কিছু Youtuber আছে যাদের Video গুলো সত্যি অনেক তথ্য বহুল। এমন এমন তথ্য জানা যায় যা আমি বা আপনি কখনোই শুনি ও নাই বা দেখিও নাই। অনেকে আছেন যারা বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, প্রাকৃতিক সৌন্দয্য ইত্যাদি তাদের Video র মাধ্যমে তুলে ধরেন। অনেকে আছেন যারা দেশি বিদেশী উদ্যোক্তাদের নানা রকম খুঁটিনাটি বিষয় আমাদের সাথে শেয়ার করে সত্যি অনেক উপকার করে থাকেন। যা দেখে আমরা অনুপ্রাণিত হই জীবনে আবার নতুন করে ঘুরে দাড়াতে। আবার অনেকে আছেন যারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ভ্রমন বিষয়ক তথ্য অথবা কোন গুণী বাক্তির সাক্ষাৎকার নিয়ে সত্যি খুব ভালো মানের Video বানায় যা দেখলে অদের Video তে Automatic like এসে যায়। এমন কি কখনো কখনো তাদের channel এ Subscribe ও করে ফেলি। সত্যি বলতে কি তাদের উৎসাহ দিতে মন চায় যেন আরও ভালো ভালো Video বানায় এবং Upload দেয়। তেমনি একটা Video দেখছিলাম গত কয়েক দিন আগে টাকা দিয়ে বাবার ঋণ শোধ করা কে নিয়ে বানিয়েছে। দেখতে দেখতে কখন যে চোখে পানি এসে গেছে বুঝতেই পারিনি। Video টার Link দিলাম, যদি কারো মন চায় দেখে নিতে পারেন। সত্যি ভালো লাগার মতো একটা Video Link: https://www.youtube.com/watch?v=rKe3JZ6nQLA&t=9s
আবার অনেক Youtuber আছেন যাদের নামের আগে অথবা Channel এর আগে হায়রে!!! না লিখলে মনে হয় ভুল হবে। সত্যি অবাক হয়ে যাই যখন কেউ মিথ্যা তথ্য দিয়ে Viewer দের বিভ্রান্তি করে। এমন কি পবিত্র কুরআনের ভুল উদ্বৃতি দেয়। কুরআনের আয়াতের উলটা ব্যাখ্যা করে। তেমনি একটা Video দেখছিলাম কিছুদিন আগে। যা দেখে আমি সত্যি অবাক না হয়ে পারিনি। Video টা ছিল মনের মানুষকে কাছে পেতে দোয়াটি পড়তে হবে। তাহলে মনের মানুষ কে কাছে পাওয়া যাবে। সেই Youtuber পবিত্র কুরআনের সুরা ত্ব’হার একটা আয়াতের উদ্বৃতি দিয়েছেন। আয়াত টি পড়ে আমার মনে একটু খটকা লাগলো। কুরআনের আয়াত তো এই ধরনের হয় না। আমি সাথে সাথে কুরআন শরীফ খুলে সুরা ত্ব’হা পড়লাম। একবার নয় দুইবার পড়লাম। কিন্তু কোথাও এই রকম কোন আয়াত আমি পাই নাই। জানিনা, হয়তো আমার ও ভুল হতে পারে তাই আপনাদের সাথে আয়াতের Screen Shot টি শেয়ার দিলাম। আপনারা ও মিলিয়ে দেখতে পারেন। যদি এই রকম কোন আয়াত থাকে তবে আপনাদের কাছে অনুরোধ রইলো আমাকে Comment করে অবশ্যই জানাবেন।
তাই সেই সব Youtuber ভাইদের কাছে অনুরোধ দয়া করে এমন কোনো ভিডিও পোস্ট করবেন না, যা দেখে Viewer রা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় বা আপনাকে ভুল বুঝতে পারে। এতে আপনারই লাভ হবে এবং আপনার Channel এর সুনাম বাড়বে
বিষয়: বিবিধ
৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন