বাংলাদেশে বিএনপি এবং ভারতে কংগ্রেস একত্রে ক্ষমতায় আসুক এটাই দুই দেশের মুসলমানদের প্রত্যাশা।

লিখেছেন লিখেছেন কর্ণেল ফারুক রহমান ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:০৪:০৭ রাত

ভারতের রাজনৈতিক দল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতের মুসলমানদের ওপর তেমন কোন অত্যাচার নির্যাতন কম চালানো হয় কারণ! কংগ্রেস সাম্প্রদায়িক দাঙ্গার বিপক্ষে যদিও তবে কংগ্রেস একসময় ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিয়েছিলো।

অপরদিকে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় আসলে ভারতের মুসলমানদের গণহত্যার শিকার হতে হবে।

২০০২ সালে যেমনটি হয়েছিল গুজরাটে বিজেপি ক্ষমতায় আসলে ঠিক তেমনি অবস্থা হবে পুরো ভারতে।

ইতিমধ্যে বিজেপি নেতা নরেন্দ্রমোদি তার নির্বাচনের ইশতেহার হিসেবে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপনের আশ্বাস দিয়েছেন।

যার কারণে ভারতের হিন্দু সম্প্রদায় অনেকটা নরেন্দ্রমোদির পক্ষে ভোট দিবে বলে বিশ্লেষকদের ধারণা।

এছাড়া বিজেপি নেতা বরুণ গান্ধী প্রকাশ্যে জনসভায় ভারতীয় মুসলমানদের হত্যার উস্কানি দেয়, বরুণ গান্ধীর মতে ভারতীয় মুসলমানেরা আফগানিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে ভারতে এসেছে।

অপরদিকে বাংলাদেশে আম্লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের হাতেই নির্যাতনের শিকার হয় এই দেশের সংখ্যালঘুরা।

ইতিমধ্যে আপনারা দেখেছেন মানবাধিকার কমিশন, সিপিডি, অর্থমন্ত্রী সহ বেশকিছু সংগঠন এই দেশের সংখ্যালঘু নির্যাতনে ছাত্রলীগ, যুবলীগকে দায়ী করেছে।

তাছাড়া যুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তখনকার রাষ্ট্র প্রধান শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু বর্তমান আম্লীগ ক্ষমতায় এসে মিথ্যা যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দল নিধনের ষড়যন্ত্র করছে যা একটা দেশের গণতন্ত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার।

কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন একেবারে নিম্ন মাত্রায় চলে আসে।

অপরদিকে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন তারা দেশের চেয়েও ভারতের স্বার্থকে বেশি প্রাধান্য দেয় কিন্তু বিনিময়ে বয়ে আনে একগোছা আশ্বাস।

আম্লীগ এবং কংগ্রেস এরা একত্রে ক্ষমতায় থাকা মানেই বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র পাকাপোক্ত করা।

সুতরাং আমাদের মুসলমান জাতির একটাই কামনা ভারতে কংগ্রেস এবং বাংলাদেশের বিএনপি একত্রে ক্ষমতায় থাকুক।।

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208006
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : তেল কম ভাজা মচমচ! ভারতে সেক্যুলার, বাংলাদেশে ধর্মান্ধ জামাতী-বিএনপি?
208027
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫১
egypt12 লিখেছেন : ভারতে বিজেপি আসলেই মুসলিমদের তথা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ভালো হবে।
208051
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বর্তমানে ভারতের কংগ্রেস আগের কংগ্রেস নেই। কংগ্রেসের স্থানীয় থেকে মাজারী এবং বড় বড় নেতা সব বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রকাশ্যে/গোপনে কাজ করে যাচ্ছে। যার ফলে ভারতের প্রায় ২৫ কোটির চেয়েও বেশী মুসলিম এখন আর কংগ্রেসকে তাদের স্বার্থ রক্ষার দল হিসেবে মনে করে না। এ কারণে কংগ্রেস ও বিজেপিকে মোকাবিলা করার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য ভিত্তিক বেশ কিছু আঞ্চলিক দল যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি-কংগ্রেসকে লাল কার্ড দেখানোর জন্য। হায়দারাবাদ কেন্দ্রিক সুলতান সালাহউদ্দিন ওয়াইসির ছেলে ব্যরিস্টার আসাদউদ্দীন ওয়াইসি এবং তার ভাই আকবার উদ্দিন ওয়াইসির নেতৃত্বে মসলিসে ইত্বেহাদুল মুসলেমিন পার্টি যথেষ্ট শক্তিশালী দল হিসেবে আবিভুত হয়েছে। অপরদিকে দিল্লীতে নবগতিত দল আম আদমী পার্টি দখল করে নিয়েছে। তেমনি সমাজবাদী পার্টিও যথেষ্ট শক্তি নিয়ে নির্বাচনে নেমেছে। তাছাড়া দেওবন্দ প্রভাবিত জমিয়তে ওলামায়ে হিন্দ এখন আর কংগ্রেসকে সমর্থন দিচ্ছে না। তারা কৌশলী ভূমিকায় বিভিন্ন আঞ্চলিক দলকেই গুরুত্ব দিচ্ছে বিজেপিকে মোকাবিলা করার জন্য। এছাড়াও আছে অল ইন্ডিয়া ওয়েলফেয়ার পার্টির মত রক্ষণশীল দল যাকে পর্দার আড়াল থেকে মূলত জামায়াতে ইসলামী হিন্দই সাপোর্ট করে যাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে আগামীবার খুনী নরেন্দ্রমোদির মত জল্লাদকে দিল্লীর সিংহাসনের বসানোর জন্য কংগ্রেস-বিজেপির যৌথ প্রযোজনা হয়তো ব্যার্থ হওয়ার সম্ভবনা আছে এবারের নির্বাচনে।
208145
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
হতভাগা লিখেছেন : মাজাভাঙ্গা বিএনপি নিয়ে যত আশাবাদী কথা বলবেন ততই মানুষের কাছে হাস্যষ্পদ হবেন ।

আওয়ামী লীগ বিএনপির চেয়ে জামায়াতকে নিয়ে বেশী টেনশনে থাকে । কারণ বিএনপির নেতারা ম্যানেজেবল ।

২৯.১২.২০১৩ তে একজন ডাকসাইটে নেতাও খালেদার ডাকে মাঠে নামে নি । বরং কাহিনী করে আগেভাগে জেলে ঢুকে গেছে ।

ভারত যে যেই আসুক না কেন তা বাংলাদেশের জন্য কখনই ভাল হবে না । এটা এই ৪৩ বছর ধরে দেখে আসলেও কি বোঝা যায় না ?

তবে ভারত যদি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় তাহলেই কেবল বাংলাদেশের জন্য ভাল কিছু হতে পারে ।
১৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫১
157770
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : "তবে ভারত যদি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় তাহলেই কেবল বাংলাদেশের জন্য ভাল কিছু হতে পারে" you are the man who tell the real fact. thank you brother!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File