একবার পরেন ভাল লাগবে
লিখেছেন লিখেছেন মায়াবিনী হ্যাকার ০৮ এপ্রিল, ২০১৪, ১০:৪৩:৫৪ সকাল
ভালো আছি রুহি ।
বিশ্বাস কর রুহি ! ভালো আছি ।
খুব ভালো আছি ।
না হয় একটু অভাব আছে, তারপরও
ডাল-ভাত-ভর্তা যা হোক খাচ্ছি তো ।
না হয় জামদানি হচ্ছে না, টাঙ্গাইলের
তাঁতের শাড়ীতো হচ্ছে, দুটোর
পরিবর্তে না হয় একটা হচ্ছে ।
না হয় আভিজাত্যের
মোড়কে ঢাকা ক্যান্ডেল
নাইট ডিনার হচ্ছে না, কিন্তু
আবেগে জড়ানো ফুটপাতের
ফুচকা তো হচ্ছে ।
না হয় দামি গাড়িতে লং ড্রাইভ
হচ্ছে না,
কিন্তু ভাঙ্গা জানালায়
দাড়িয়ে জোছনাতো দেখা হচ্ছে ।
না হয়
দামি হীরের লকেট তোমার গলায়
ঝুলছে না,কিন্তু
বেলী ফুলে তো তোমার
খোপা নিত্যদিনই সাজে ।
ব্যস্তময় ঘর্মোক্ত দিনে না হয় তেমন সময়
তুমি পাওনা বলে ভীষণ অভিমান হয়,
কিন্তু
রাত নামলেই তো আমাদের
ভালোবাসায় সব
অভিমান মিথ্যে হয়ে যায় ।
আর কি চাস বল ?
ভালো আছি ।
বিশ্বাস কর ! খুব ভালো আছি ।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন