সাইদী রাজাকারের অজানা কাহিনী

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:১৯:২৫ বিকাল



একনজরে কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবনঃ

১. জন্মঃ ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে জন্মগ্রহন করেন।

পিতার নামঃ ইউসুফ সাঈদী যিনি একজন স্বনাধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন।

মায়ের নামঃ গুলনাহার বেগম

আল্লামা সাইদীর সন্তানঃ চার ছেলে- মরহুম রফিক সাইদী, শামীম সাইদী, মাসুদ সাইদী এবং নাসিম সাইদী।

২. শিক্ষাজীবনঃ পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে ১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, দর্শন , বিজ্ঞান , রাজনীতি, অর্থনীতি,পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্তের উপর দীর্ঘ ৫ বছর অধ্যায়ন করেন ।

৩. দায়ী ইলাল্লাহঃ ১৯৬৭ সাল থেকে তিনি নিজেকে "দায়ি ইলাল্লাহ" হিসেবে আত্মনিয়োগ করেন । মাওলানা দেলোয়ার হোসাইন সাইদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তাঁর ৫০ বছরের ইসলাম প্রচারের নমুনা দেখুন সংক্ষেপে---

ক. চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর ৫ দিন করে টানা ২৯ বছর। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দু’বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খ. খুলনা সার্কিট হাউজ ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর ২ দিন করে ৩৮ বছর

গ. সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে টানা ৩৩ বছর

ঘ. রাজশাহী সরকারী মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে এক টানা ৩৫ বছর

ঙ. বগুড়া শহরে প্রতি বছর ২ দিন করে একটানা ২৫ বছর

চ. ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর ৩ দিন করে একটানা ৩৪ বছর

৪. রাজনৈতিক জীবনঃ ১৯৭৯ সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে জামায়াতের মজলিসে শুরার সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দ্বায়িত্ব পালন করছেন।

৫. আন্তর্জাতিক অঙ্গনেঃ

ক. ১৯৭৬ সাল থেকে সৌদি আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ্জব্রত পালন করে আসছেন। ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর রমজান মাস মক্কামদীনায় থাকা রুটিন হয়ে গিয়েছিল তাঁর।

খ. ১৯৮২ সালে ইমাম খমিনির আমন্ত্রনে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উজ্জাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন । ১৯৯১ সালে সৌদি বাদশার আমন্ত্রনে কুয়েত - ইরাক যুদ্ধের মিমাংসা বৈঠকে তিনি যোগদান করেন । ১৯৯১ সালে ইসলামী সারকেল অফ নর্থ অ্যামেরিকা তাকে "আল্লামা" খেতাবে ভূষিত করেন ।

গ. ১৯৯৩ সালে নিউইয়ার্কে জাতিসঙ্ঘের সামনে অ্যামেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে "গ্র্যান্ড মার্শাল "পদক দেয়া হয় । দুবাই সরকারের আমন্ত্রনে ২০০০ সালের ৮ই ডিসেম্বর আরব আমিরাতে ৫০,০০০ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন ।

ঘ. লন্ডন মুসলিম সেন্টারের উদ্ভধনি অনুষ্ঠানে কাবা শরিফের সম্মানিত ইমাম "শায়েখ আব্দুর রাহমান আস সুদাইসির" সাথে মাওলানা সাঈদিও আমন্ত্রিত হন ।

৬. মাওলানা সাঈদীর হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দিক্ষিত হন ।

আসুন আমরা সবাই কুরআনের পাখির জন্য দোয়া করি প্রাণ উজার করে। হে আল্লাহ! তুমি কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দ্রুত মুক্তভাবে কুরআনের দাওয়াতী কাজে মশগুল থাকার ব্যবস্থা করে দাও ।

(সংগ্রহ)

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210092
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
নীল জোছনা লিখেছেন : দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সেই ডকুমেন্ট আপনার লেখায় দেখলাম না। একপেশে ও বায়াসড লেখা।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
158625
প্রবাসী মজুমদার লিখেছেন : বিচার হল। ডুকুমেন্ট আনা হল। স্বাক্ষীকে ট্রাইবুনালের সামনে থেকে ঘুম করে ভারত দমদম জেলে পাঠানো হলো। জাল ফাইল আনতে দেয়া হলনা। স্কাইপ কেলেংকারীও চোখে বাধেনা। আর কি বলা যায? এ ভার এখন আল্লাহর দরবারে। হায় আল্লাহ, সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অপবাদে যারা সমর্থন করে, ওদের বিচারও তোমার হাতে দিলাম। নমরুদ, ফেরাউন, আবুজেহেলকে দেখানো তোমার সামান্যতম নিদর্শন দেখানে এজাতির অবিশ্বাসীদের।
210118
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
আবু জারীর লিখেছেন : আল্লার এই প্রিয় বান্দাকে আমরা মানুষের মাঝে কুর'আনের মাহফিলে আরও দীর্ঘ্য দিন দেখতে চাই।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
159097
সত্য কন্ঠ লিখেছেন : আল্লাহ আপনার মনের চাওয়া পুরন করুন।
210131
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সাঈদীর ফাঁসি ছাড়া অন্য কিছু ভাবার টাইম নাই।
210133
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৬
সন্ধাতারা লিখেছেন : সর্ব শক্তিমান আল্লাহ্‌ এই মহান ব্যক্তিকে রক্ষা করুণ বিশ্বের কোটি কোটি কোরআন প্রিয় মানুষকে সেবা দানের জন্য। আমীন।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
159098
সত্য কন্ঠ লিখেছেন : আমীন।
210141
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ মজলুম এই কুরআনের খাদেমকে আবার কুরআনের মাঠে ফিরিয়ে দাউ
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
159099
সত্য কন্ঠ লিখেছেন : আমীন।
210159
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো আপনার লেখাটি পড়ে । ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
159100
সত্য কন্ঠ লিখেছেন : আপনাকেও।
210208
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক কিছু জানলাম। আরো কিছু জানার ছিলো।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
159101
সত্য কন্ঠ লিখেছেন : ভবিষ্যতে।
210242
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এগুলিই তার অপরাধ।
প্রতক্ষদর্শি সাক্ষি নাই কিন্তু অপরাধে ফাসি দেয়া হলো!!!!
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৯
159102
সত্য কন্ঠ লিখেছেন : ডিজিটাল বিচার।
210260
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
সবুজেরসিড়ি লিখেছেন : তার একমাত্র অপরাধ সে ইসলামের পক্ষে কথা বলে . . .
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৯
159103
সত্য কন্ঠ লিখেছেন : হা, এরকমইতো দেখলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File