রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন কিছু খাদ্যভ্যাস
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ১৮ এপ্রিল, ২০১৪, ০৩:৫৯:০৬ দুপুর
আসুন জেনে নেয়া যাক নিয়মিত কোন ধরনের খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা সম্ভব, এবং কোন ধরনের খাবার পরিহার করাই শ্রেয় –
১. ভিটামিন ই ও ভিটামিন সি জাতীয় সবজি গুলোতে আছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, যা ইনফেকশনপ্রতিরোধ করতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে টমেটো,লেবু,নারকেল,পেয়ারা,কালোজামের মতো খাবার রাখুন।
২. রসুনে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিবায়োটিক হিসেবেও রসুন খুব ভালো কাজ করে। কাঁচা অথবা অল্প সিদ্ধ রসুন নিয়মিত খাওয়ারচেষ্টা করুন। চাটনি বা সসের সাথে রসুন কুচি মিশিয়ে খেতে পারেন।
৩. ওমেগা ৩ ও ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত ৩-৪ দিন মাছ খান।
৪. জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দই রোগ প্রতিরোধে সাহায্য করে। দুধ হজম না হলে দুধের তৈরি খাবার খান। দিনে অন্তত ১০০ গ্রাম দই আর ১ কাপ দুধ খাবার চেষ্টা করুন।
৫. ক্যারোটিন সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধে খুব সাহায্য করে। গাজর,টোমাটো,কুমড়া বেশি করে খান।সারাদিনে ১ কাপ গাজরের জুস খেতে পারলে দারুন উপকার পাবেন। গাজরেরজুস দুধের থেকে সহজ পাচ্য ও পুষ্টিকর ।
৬. প্রিজারভেটিভ দেয়া খাবার ও রঙ মেশানো খাবার এড়িয়ে চলুন। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে।
৭. মধু ও দারচিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৮. প্রতিদিন নিয়ম করে ফল ও সবজি খাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন যতই ভিটামিন ট্যাবলেট খাননা কেন,প্রাকৃতিক খাবারের ভিটামিন অনেক বেশি কার্যকর হয়।
৯. আমলকীর সাথে অল্প আদা ও খেজুর বেটে নিন। ভিটামিন সি তে ভরপুর আমলকীর এই চাটনি শরীরের জন্য দারুন উপকারি।
১০. সারাদিনে প্রচুর পানি পান করুন। এছাড়া হারবাল চাও খেতে পারেন, কেননা তা শরীরকে নীরোগ রাখতে সহায়তা করে। সফট ড্রিঙ্ক কম খান।
১১. খাবার পানি সর্বদা ফুটিয়ে পান করুন। অনিরাপদ পানি শরীরের নানান রকম সমস্যার প্রাথমিক উৎস।
১২. সপ্তাহে একদিন সয়া দুধের তৈরি ছানা বা সয়া আটার রুটি খান।সয়াবিন জাতীয় খাবারে এমন উপাদান থাকে যা ইস্ত্রজেনের ঘাটতি পূরণ করে ।
১৩. একই তেলে বারবার তৈরি ভাজাভুজি খাওয়া থেকে বিরত থাকুন।
১৪. খাবার পর আমলকী খেলে উপকার পাবেন।
(সংগ্রহ)
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন