অহংকারীদের পরিনতি Shame On You Shame On You Shame On You

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৯ এপ্রিল, ২০১৪, ০৪:০৯:০৯ রাত



**টাইটানিক যিনি বানিয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিলো জাহাজটা কতটুকু নিরাপদ? উত্তরে তিনি পরিহাসের সুরে বলেছিলেনঃ "এমন কি খোদাও এটাকে ডুবাতে পারবেন না"। পরের ইতিহাস সবাই জানে।

**ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী টেনক্রেডো নেভেস নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেনঃ "আমার দলের জন্য পাঁচ লাখ ভোট নিশ্চিত। এমন কি খোদাও তো আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবেন না"।

নেভেস ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন ঠিকই। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রেসিডেন্ট হওয়ার ঠিক একদিন আগে মারা যান।

**ব্রাজিলিয়ান কবি-গায়ক এগনোর মিরান্ডা কাজুজা এক বার শো করার সময় সিগারেটে সুখটান দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে বলেছিলেনঃ "খোদা এটা তোমার জন্য"। কাজুজা বত্রিশ বছর বয়সে ফুসফুস ক্যান্সারে ভয়ংকর ও বিভৎস অবস্থায় মারা যান।

কি বুঝা গেল? আল্লাহর মাইর দুনিয়ার বাহির। মানুষ জাতির অহংকার মানায় না, আল্লাহ পছন্দ করেন না। আসুন অহংকারকে মন থেকে ঝেড়ে ফেলে দিই।

(সংগ্রহ ফেবু)

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204857
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৯
সবুজেরসিড়ি লিখেছেন : হু আসুন অহংকার মন থেকে ঝেড়ে ফেলে দেই . . .
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
154043
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
204858
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:২২
ভিশু লিখেছেন : ভালো শেয়ার...Happy Good Luck
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৩
154044
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
204875
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৩
সাদাচোখে লিখেছেন : ভাল লাগলো। অহংকার শয়তানের অলংকার।

আল্লাহ আমাদের কে অহংকারের বেড়াজাল হতে মুক্ত রাখো।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৩
154045
সত্য কন্ঠ লিখেছেন : আমীন।
204891
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমিও ভাই একজনকে নিয়ে খুবই অহংকার করতাম, খুবই খুবই,
কিন্তু অহংকার পতনের মুল এটা এখন বুঝতেছি হাড়ে হাড়ে,
তো কাউকে নিয়ে অহংকার করা ঠিক নয়,
যে নিজের সন্তানকে নিয়ে অহংকার করলে সন্তান ক্রেড়ে নিবে,
টাকাকে নিয়ে অহংকার করলে টাকা ক্রেড়ে নিবে,
চেয়ারকে নিয়ে করলে চেয়ার ক্রেড়ে নিবে,
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
154061
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
204907
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একটা হাদিসে পড়েছিলাম অনেক আগে, কিছুটা এই রকম মনে হয়-‘অহংকার আল্লাহর চাদর’ অহংকার করা শুধু আল্লাহকেই মানায়। আমাদের উচিৎ সকল প্রকার অহংকার করা থেকে দূরে থাকা
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
154062
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
204914
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২০
আবু আশফাক লিখেছেন : অহংকার যে পতনের মূল, তা বার বার প্রমাণিত।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
154063
সত্য কন্ঠ লিখেছেন : তার পরও আমরা অনেকেই অহংকার করি। আল্লাহ আমাদের সবাইকে অহংকারমুক্ত রাখুন।
204981
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অহংকার পতনের মুল।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
154064
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
206033
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এত সীমিত সামর্থ্য নিয়ে মানুষ এসব কথা বলার সাহস করে কি করে? Surprised কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে। আশ্চর্য! Thinking?
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৩
155032
সত্য কন্ঠ লিখেছেন : মানুষের সামর্থ কতটুকু আছে তার প্রমান মিলেছে মালেশিয়ান বিমান হারা যাওয়ার পরে। তার পরও কত অহংকার আমাদের।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৬
155036
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসলেই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File