এডলফ হিটলার সম্পর্কে ১৫ টি চমকপ্রদ তথ্য, যা আপনি আগে জানতেন না!

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৭ এপ্রিল, ২০১৪, ০৫:০২:০১ সকাল



এডলফ হিটলার।

বিশ্বজুড়ে একইসাথে আলোচিত-সমালোচিত ও যুদ্ধাপরাধের অভিযোগে ঘৃণিত ব্যক্তি। এখনো ইতিহাস কুখ্যাত এ ব্যক্তিকে নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। ইতিহাস বলে, হিটলার ছিলেন চরম ইহুদী বিদ্বেষী, চরম মাত্রায় নৃশংস। কিন্তু এটা কি জানেন হিটলারের প্রথম ভালোবাসা ছিল এক ইহুদী তরুণীর জন্য? প্রথম বিশ্বযুদ্ধে এক ব্রিটিশ সেনা তার জীবন বাঁচিয়েছিলেন, নয়তো হিটলার সে যাত্রায় মারাই যেতেন! শুধু তাই নয় ১৯৩৯ সালে হিটলার মনোনীত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্যও। প্রিয় পাঠক চলুন জেনে নেই হিটলারের এরকম আরো কিছু জানা তথ্য, যা হয়তো আপনি জানতেনই না!

(১) হিটলার ১৯৩৯ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

(২) হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদী তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেন নি! অথচ এ ব্যক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদীকে।

(৩) হিটলারের নাম কিন্তু প্রথমে ছিল Adlof Shicklgruber। তবে তার বাবা ১৮৭৭ সালে তার ছেলের নামের শেষ অংশ পরিবর্তন করে এডলফ হিটলার রাখেন।

(৪) হিটলার Chronic flatulence এ আক্রান্ত ছিলেন। এর থেকে প্রতিকার পেতে তিনি ২৮ ধরণের ওষুধ সেবন করতেন।

(৫) আধুনিক ইতিহাসে হিটলারই প্রথম ধূমপান-বিরোধী প্রচারণা শুরু করেন।

(৬) ব্রিটেন ও জার্মানির সম্পর্ক অতীতে কখনোই তেমন ভালো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে একজন ব্রিটিশ সেনা একজন জার্মানের প্রাণ বাঁচিয়েছিল। আর সে জার্মানটি ছিলেন এডলফ হিটলার!

(৭) অত্যন্ত অস্বাভাবিকভাবে হিটলারের অণ্ডকোষ ছিল একটি!

(৮) হিটলার ইংল্যান্ডে লিভারপুলে তার ভাগ্নের বাড়ির উপর বোমা বর্ষণ করেন। কেন জানেন? যাতে তার ভাগ্নে তার উপর ক্ষিপ্ত হয়ে আমেরিকান সেনাবাহিনী যোগ দেয় ও তার বিরুদ্ধে যুদ্ধ করে।

(৯) আমেরিকার সাথে শত্রুতা থাকা সত্ত্বেও হিটলারের অনুপ্রেরণা ছিলেন হেনরি ফোর্ড। আমেরিকার এ ব্যক্তি ছিলেন বিখ্যাত ফোর্ড গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা। হিটলারের ডেস্কের পেছনে ফোর্ডের একটা পোট্রেট ছিল।

(১০) হিটলার নিজে ছিলেন নিরামিষভোজী ও প্রাণী হত্যাকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছিলেন।

(১১) মাত্র চার বছর বয়সে হিটলারকে পানিতে ডুবে যাবার হাত থেকে বাঁচিয়েছিলেন এক পাদ্রী।

(১২) জার্মানিতে সেসময় একজন ইহুদী বংশোদ্ভূত চিকিৎসক ছিলেন, যিনি হিটলারের পরিবারের কাছ থেকে চিক্তসার জন্য অর্থ নেন নি। কারণ হিটলারের পরিবার সেসময় আর্থিক অনটনে ছিল। পরে ইহুদীদের প্রতি চরম অত্যাচার চালালেও হিটলার সে চিকিৎসককে রক্ষা করেন। তিনি এ ব্যক্তিকে ডাকতেন ‘মহান ইহুদী’।

(১৩)ইহুদীদের নির্যাতন করে মারার জন্য হিটলারর নাৎসি বাহিনী তৈরি করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, হিটলার তার জীবনে কখনোই এসব কনসেন্ট্রেশন ক্যাম্প নিজের চোখে দেখেনই নি!

(১৪) ছোটবেলায় হিটলার চেয়েছিলেন একজন পাদ্রী হতে।

(১৫) হিটলার ছিলেন ডিজনি নির্মিত কার্টুনের বিশাল ভক্ত!

(সংগ্রহ)

বিষয়: আন্তর্জাতিক

২২২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203609
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৪
রক্তলাল লিখেছেন : হিটলারকে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই।
আমাদের নবী(সাঃআঃ) কখনো নির্বিচারে হত্যা করেননি।
সে ইহুদী বা যে কেউই হোক।
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫০
152973

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : Abu Dawud 38:4390 Narrated Atiyyah al-Qurazi: I was among the captives of Banu Qurayza. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
152992
মাটিরলাঠি লিখেছেন : "কিতাবীদের মধ্যে যারা কাফেরদের পৃষ্টপোষকতা করেছিল, তাদেরকে তিনি তাদের দূর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন। ফলে তোমরা একদলকে হত্যা করছ এবং একদলকে বন্দী করছ।" (আল-কুরআন: ৩৩:২৬)

হাদীসে এসেছেঃ "যুদ্ধে লিপ্ত বন্দীদের নিহত করা হউক (বুখারী ও মুসলিম) [বিস্তারিতঃ মোস্তফা চরিত - আকরাম খাঁ]

‘বানু কুরাইযা’ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের জবাবে ( http://www.shodalap.org/snazrul/14775/ )
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৮
153848
সত্য কন্ঠ লিখেছেন : Crying Crying Crying
203613
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২৯
তহুরা লিখেছেন :
আবারো হিটলারের প্রয়োজন দেখা দিয়েছে । না হয় ভারতের চাকর ও দাসে বাংলাদেশ ভরে যাবে ।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৮
153849
সত্য কন্ঠ লিখেছেন : :Thinking :Thinking :Thinking
203652
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হিটলার তো ভালা লোকও কম ছিল না! শেয়ারের জন্য ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৮
153850
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
203716
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫০
ভিশু লিখেছেন : বিচারকদের মহাবিচারক কর্তৃক জালিমদের দিয়ে জালিমদের শায়েস্তা করার এটি একটি অন্যতম উদাহরণ! আমাদের জালিমদের উচ্ছেদের নির্দিষ্ট সময়টিও এক মুহূর্ত আগ-পিছ হবে না! সকল ডিস্পোজাল ঐ মহানের হাতেই, ইনশাআল্লাহ!
এই জনপদে নির্যাতিতের চোখ একটু সময়ের জন্যও শুকাতে পারে না!
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৮
153851
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
203781
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিটলার সম্পর্কে প্রচলিত তথ্যগুলি অনেকটাই অসত্য ও বিরুপ প্রচারনা। এই নিয়ে একটি মজার মন্তব্য করেছেন সৈয়দ মুজতাবা আলি। কনস্ট্রেশন ক্যাম্প নিয়ে একটি জনপ্রিয় প্রচলিত কথা হলো যে গ্যাস চেম্বারে নিহত ইহুদিদের চর্বি দিয়ে সাবান তৈরি হতো। সৈয়দ সাহেব প্রশ্ন করেছেন যে বলা হয় ইহুদিদের মাসদুয়েক প্রায় অনাহারে রাখা হতো । এভাবে কিছুদির অনাহারে থাকলে মানুষের শরিরে যে পরিমান চর্বি অবশিষ্ট থাকে তা দিয়ে একটি কবিরাজি বড়ি হওয়াও সম্ভব নয়।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৮
153852
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
204198
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : হিটলার সম্পর্কে কিছু জানতে পারলাম।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৯
153853
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File