আামি নতুন বলে আমাকে অবহেলা করবেন না
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:৩৩:১৬ বিকাল
সম্মানিত ব্লগার ও ভিজিটর
আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন। আজই আপনাদের আমাদের সকলের প্রিয় ব্লগ টুডেতে একাউন্ট করলাম। অনেকদিন থেকে আপনাদের সুন্দর সুন্দর চমৎকার শিক্ষনীয় পোষ্ট গুলি পড়ে আসছি। সাহস করতে পারছিলামনা যে আমিও একটা একাউন্ট খুলে লিখা শুরু করি। যাক অবশেষে আপনারা যারা ব্লগার আছেন তাদের তালিকায় নিজের নামটিও লিখে নিলাম। আপনাদের উৎসাহ আর অনুপ্রেরনায় সাজাতে পারবো আমার আগামির ব্লগের পাতা। সে শুভ কামনায়......
অহহো, মডুদের ধন্যবাদ দিতে ভুলে গেছি। তারা যে সুন্দর একটি ব্লগ সাইডে আমাকে লেখার সুযোগ করে দিলেন তাই তাদের প্রতি ভালবাসা থাকলো।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবহেলা মোটেই না।
অবহেলা মোটেই না। সত্যি তাই
শুভেচ্ছার স্বাগতম।
দেখা যাবে সত্য কথা কতটুক বলেন....হা হা হা। আবার স্বাগতম
মন্তব্য করতে লগইন করুন