'রুখে দাঁড়াও বাংলাদেশ' -- দেশপ্রেমের নামে ভন্ডামির সংগঠন
লিখেছেন লিখেছেন শেহজাদ আমান ২০ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৬:০৪ দুপুর
রুখে দাড়াও বাংলাদেশ' নামে একটি সংগঠন আছে, যার সাথে প্রফেসর আনিসুজ্জামান, সুলতানা কামাল, অজয় রায়, এম এম আকাশ, কামাল লোহানী, গোলাম সারোয়ারের মত লোকেরা আছেন। যদিও তারা সাম্প্রদায়িকতা ও সহিংসতা বিরোধী সংগঠন বলে দাবী করে, কিন্তু তারা প্রতিবারই নিজেদের আওয়ামী একটি সংগঠন হিসেবেই যেন পরিচিত করিয়ে দেয় সবার কাছে। যার কারণে আইন-শৃঙ্গখলা বাহিনীর নাম দিয়ে যখন অনেক অনেক মানুষকে গুম বা খুন করা হয়, তখন এরা টু শব্দটিও করেনা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও তারা সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবি নিয়ে হাজির হয়েছে। এরা রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আওয়ামী সরকার যে গণতন্ত্রকে হত্যা করে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা সম্পরকে তারা নিশ্চুপ।
কথা সিম্পল, সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়াটা নিঃসন্দেহে একটা ফরজ কাজ, কিন্তু এই একচোখা হয়ে শুধু একটা পক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান একটা ভন্ডামি ছাড়া কিছুনা
এই সংগঠনটি ভয়াবহ রাস্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বরাবরই নিশ্চুপ !
কাজেই বোঝা যায়, সংগঠনটি একচোখা, ভন্ড, আদতের দেশপ্রেমিক নয়, এবং বেশ ভালভাবে ফ্যাসিস্ট, বর্বর আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য পূরণেই যেন কাজ করে চলেছে।
এদের ভন্ড দেশপ্রেমের প্রচারণা থেকে সতর্ক হওয়া সবারই আজ দায়িত্ব!
বিষয়: বিবিধ
১৭৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন