পুলিশ আর সাংবাধিক একই কাতারের।

লিখেছেন লিখেছেন ইসলাম ঈভান ৩০ এপ্রিল, ২০১৪, ০১:৪০:১১ দুপুর

এখন খুব করে ইচ্ছে করে একটা ডি এস এল আর দিয়ে এ দিক ওদিক ঘুরে ছবি তুলি, কোনো রুপসি হোটেলের না, সামাজিক অজ্ঞা জনিত সমস্যা গুলোকে প্রতিভিম্ব করে রাখি।

কোনো ইচ্ছা নাই যে আমি এটা হবো, বা ওটা হবো। এখন মনে হচ্ছে নাহ, আমি সাংবাদিকই হবো। আমার ফ্রেন্ডের ইচ্ছা সে পুলিশ হবে। আমার খুব দেখাতে ইচ্ছা করে যে তার সিদ্ধান্তটা মারাত্মক ভুল। পুলিশরা যে এতো খারাপ এত্ত খারাপ তা ভাষায় প্রকাশ করার মত না।

আপনি পুলিশের সামনে দিয়ে অগ্নেয়াস্ত্র নিয়ে যান আর পুলিশকে একটা সালাম দিয়ে হাজার টাকা দরিয়ে দেন, তখন পুলিশ হয়ে যাবে আমার আপনার মতন জনগন অবশ্য পুলিশের প্রতিপাদ্য শুর হলো= পুলিশই জনগন আর জনগনই পুলিশ< আসুন পুলিশকে সাহায্য করি।

সুতরাং অবৈধ কাজ টাকার জোরে পুলিশের কাছে বৈধ হয়ে যায় কারন পুলিশরা সরকারি নিরাপত্তা কর্মী। যে সমস্ত কাজ এরা করে এদেরকে আসলে কর্মি বললেই ভুল হবে। এরা হলো সরকারি প্রথম পর্যয়ের উর্ধতন কর্মকর্তা, যারা প্রতিনিয়ত নিজের মত করে রুল তৈরী করে আর ভাঙ্গে।

সালার রিক্সাওয়ালা থেকেও ৫ টাকার কারণে তাদের মুখে গালি খায়।

এ দিকে আবার আমাদের সাংবাদিক ভাইয়েরা ও পদার্থে কম না। তারা যে কিভাবে এই ধরনের অপকর্মের হেনস্ত না করিয়ে আরো অপরাধ জগৎটাকে বাড়িয়ে দেয় তার কোনো ইয়ত্তা নাই। ওই ধবধবে ক্যামেরায় তোলানো ছবিটা অপরাধীকে দেখিয়ে টাকা খেতে খুব পছন্দ সাংবাদিক ভাইয়েদের। সে পুলিশ হলে ও তারা টাকা নিতে এতটুকু কুন্ঠিত হয় না।

ওরা ভয় দেখায় লোকালয়ে হানা দেয়, হানার বিপরীতে পুজি সরবরাহ করে। ওদের নাম সাংবাদিক। কোনো সাংবাদিক এই রকম সংবাদ লিখবে না এমনকি আমিও না কারন আমি বাচতে চাই, বাচার জন্য একটা পথ চাই, সেই পথে যদি সুস্থভাবে টাকা না আসে তাহলে আমি অসুস্থ মস্তিস্কে কাগজের ভান্ডার বাড়াবো এটাই স্বভাবিক একটা স্বস্থিমূলক বাক্য।

প্রকৃত অর্থে সবাই ক্রাইম করে বেড়ায়.. কেউ বেশী কেউ কম, কেউ আড়ালে, কেউ প্রকাশ্যে,.. টিন্তা করবেন না আমরা কিন্তু আপনাদেরকেই ফলো করছি, আপনাদেরই ক্রিয়া কলাপ অনুসরন করছি, আপনারা সাধু উচ্চ বর্গীয় যারা যা কিছুর অপব্যবহার করছেন আমরা তাই শিখছি ভবিষ্যতের জন্য।

আমরা এই সব করলে বহুত ফয়দা হবে না !!



বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215368
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৩
শিশির ভেজা ভোর লিখেছেন : আজকাল তো এইসবই চলছে দেশে।
215410
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
মুজিব সেনা লিখেছেন : পুলিশকে এত দোষ দিলাম আবার বিপদে পড়লে পুলিশরেই ডাকি। বেপারটা কেমন হয়া গেল না?
ভাই সব পুলিশ তো আর দুর্নিতি করে না,সব পুলিশই ঘুষ খায় না। আমাদের দেশে সাংবাদিকের চেয়ে পুলিশ অনেক ভাল।সাংবাদিকরা তো কলমের খোঁচা মাইরা দিনেরে রায়িত আর রাইতএরে দিন বানায়,পুলিশ হাজার চেষ্টা করলেও তা পারে না।তবে পুলিশ পারে বিনা-অপরাধিরে অপরাধি বানাইতে।
215478
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : পুলিশের আপর নাম সরকারি ডাকাত
231802
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:১৫
ইসলাম ঈভান লিখেছেন : মুজিব সেনা ভাইর মন্তব্যটি ভালো লাগছে,,, হ্যা তবে এটা ঠিক যে এই দেশে সাংবাদিকগন সবচেয়ে বেশী ক্রাইম করে বেড়ায়... যদিও আমি নিজেও একজন নবাগত সাংবাদিক হতে যাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File