না বলেও ইসলামাইজেশন সম্ভব
লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ০৮ এপ্রিল, ২০১৪, ০৩:৫৬:০২ রাত
রজব তায়েব এরদোগান ক্ষমতায় এলেন অনেক বসর। কিন্তু ইসলামী শাসনের কথা মুখেও আনেন নি। কারন তিনি ভালো করেই জানেন, ঘর না গুছিয়ে মেহমান আনলে সে মেহমান নাক চিপে ধরে শুধু চলেই যাবেনা, সে অনেক দিনে আর ফিরেও আসবে না।
তালেবানদের দ্বারা ইসলামের সে পরিনতিই হয়েছে।
তাইতো মনে রাখতে হবে মক্কায় নবী জাহেলীদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। আর তারাই সোনার মদীনা গড়েছেন।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন