AL HADIS

লিখেছেন লিখেছেন ইসলামের জন্য জীবন মরন ৩১ মার্চ, ২০১৪, ১২:২২:৩৪ রাত

হযরত আবু হুরায়রা রা: হইতে বর্ণিত আছে যে নবী করিম (সাHappy বলিয়াছেন আমার উম্মত যখন দুনিয়াকে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের জায়গা মনে করিবে তখন ইসলামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তাহাদের মন হৈতে লোপ পাইবে এবং তাহারা যখন আমরে বিল মারুফ এবং নিই হি আনিল মুনকার অর্থাদ সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছাড়িয়া দিবে তখন তাহারা অহির বরকত হৈতে বঞ্চিত হইবে ইহা ছাড়া যখন তাহারা পরস্পরের মদ্দ গালিগালাজ আরম্ব করিবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তাহারা বে-ইজ্জত হইয়া পড়িবে ( তিরমিযী )

বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File