জাদু !

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০৮:৩১ রাত

ফেরাউনের সামনে অন্য সব জাদুকরদের সাথে মুসা(আ: ) দাঁড়ানো। মুসা(আ: ) কে হারিয়ে দিতে ফেরাউন সব নামকরা জাদুকরদের ডেকে এনেছে। মূসা (আঃ) তাদেরকে বললেন, "নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।" জাদুকরেরা তাদের রশি ও লাঠি ছুড়ে মারলো. তাদের রশি এবং লাঠিগুলো কিলবিলে সাপ হয়ে গেলো। তারপর মুসা(আ: ) তাঁর লাঠিটা ছুঁড়ে মারলেন। আল্লাহর আদেশে মুসা(আ: ) এর সেই লাঠি বিশাল সাপ হয়ে অন্যান্য সব সাপগুলিকে খেয়ে ফেললো! এটা দেখে জাদুকরেরা হতবাক! তারা বিভিন্ন কেমিক্যাল আর রঙের তৈরি লাঠি আর রশিকে এমন ভাবে ট্রিক করেছিল যেটা দেখে মনে হচ্ছিলো তাদেরগুলি সাপ*! কিন্তু, মুসা(আঃ ) এর সাপ যখন তাদের সব সাপগুলিকে চোখের সামনে গ্রাস করে ফেললো, তারা বুঝে ফেললো, এটা কোন জাদু হতে পারে না! এটা পার্থিব কিছু না! এটা স্বয়ং আল্লাহর মিরাকেল! জাদুকরেরা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লো। আল্লাহর প্রতি ঈমান আনলো। এটা দেখে ফেরাউন এতো রেগে গেলো যে সে অর্ডার দিলো, প্রত্যেক জাদুকরকে যেন উল্টা দিক থেকে হাত-পা কেটে দেওয়া হয় এবং তারপর তাদেরকে শুলে চড়িয়ে মেরে ফেলা হবে.

এটা শুনে জাদুকরেরা যেটা বলেন, সেটা amazing!

তারা নিজেদের এমন নৃশংস মৃত্যুর কথা ভেবে এতটুকুও বিচলিত না হয়ে বললো, "কোনো অসুবিধা নেই, আমরা তো আমাদের আল্লাহর কাছেই ফিরে যাবো!"

সুবহানাল্লাহ! এটাই মনে হয় আজকের সব অত্যাচারিত ভাই-বোনদের কথা! সিরিয়ার যেই ৩ বছরের বাচ্চাটা বোমা লেগে রক্ত আর বালুতে মিশে যায়, ফিলিস্তিনের যেই আপুটা ইসরাইলি আর্মির হাতে রাস্তায় প্রেগন্যান্ট অবস্থায় মারা যায়, বা আবরারের মতন যারা সত্য বলতে গিয়ে স্ট্যাম্প আর রডের আঘাতে মারা যায় - তাদের কথা মনে হয় এটাই - "ক্বলু লা দাইরা!" "কোনো অসুবিধা নেই! "ইন্না ইলা রব্বিনা মুনক্বলিবুন" - "আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাবো!"

====================================

(কুরআন - সূরা শু'আরা - আয়াত ৪১-৫১)

"যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?"

ফেরাউন বলল, হ্যাঁ এবং তখন তোমরা আমার কাছের মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, "ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।"

অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।

তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।

তারা বলল, "আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। যিনি মূসা ও হারুনের রব।"

ফেরাউন বলল, "আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।"

তারা বলল, "কোন ক্ষতি নেই! আমরা তো আমাদের পালনকর্তার কাছেই প্রত্যাবর্তন করব।

আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ভুলগুলি ক্ষমা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।"

বিষয়: বিবিধ

৮০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386761
৩১ অক্টোবর ২০১৯ রাত ০৮:১৪
আকবার১ লিখেছেন : চমৎকার আপু
০৪ নভেম্বর ২০১৯ সকাল ১০:৩৮
318434
শারিন সফি অদ্রিতা লিখেছেন : সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File