ব্লগের মডারেটর কোথায় কেউ কি জানেন?
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২:১৪ রাত
আমার মনে হচ্ছে এই ব্লগের মডারেটর মিসিং! কারণ নির্বাচিত সেকশানে কোন নতুন লিখা সিলেক্ট করে দেওয়া হচ্ছে না প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে।
ব্লগের অনেক চিন্তাশীল লেখক-লেখিকা গণ-ও মিসিং, যাদের লিখা আমি অনেক আনন্দ নিয়ে পড়তাম। আমাকে তারা অনেক কিছু শিখিয়েছেন ইসলাম, জীবন এবং মানুষ সম্পর্কে। তাদের কেউ যদি এই লিখাটা পড়ছেন, তাহলে অনুরোধ রইলো ফেরত আসার। This ummah needs writers like you!!
আর মডারেটর আপনি যদি এটা পড়ে থাকেন, তাহলে আপনাকেও ফিরে আসার অনুরোধ রইলো। এরকম একটা লিখার প্লাটফর্ম কেউ মেইনটেইন না করলে সেটা ঠিক হবে না।
জাঝাকাল্লাহু খইর!
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু নিজেকে গোপন করে রাখা আর ফেসবুক activities নেই তেমন তাই আমার সাথে কারো যোগাযোগ নেই। আসলেই এমন একটা প্লাটফর্ম বন্ধ হয়ে গেলে ভাল হবেনা।
মন্তব্য করতে লগইন করুন