হিজাব নিয়ে যত কথা -১
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৮:২৪ সকাল
ইদানিং হিজাব নিয়ে একটা স্টাডি করছি। কিছু সার্ভে করলাম প্রায় ৫০০ মুসলিম মেয়েদের মধ্যে – (হিজাবি নন হিজাবি মিক্স)। বেশ কিছু ডিপ আলোচনা, রাত পেরোনো আলাপ-বার্তার পরে একসাথে আমরা কিছু Conclusion এ পৌঁছালাম। বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আবিষ্কার করলাম। ওভারঅল একটা unique + rewarding experience ছিল আলহামদুলিল্লাহ! ভাবলাম শেয়ার করতে ক্ষতি কি! আফটার অল, Knowledge is power !!
হিজাব না পরার Top 12 কারণ (Based on my study):
1.“ আমার হিজাব পরলে অনেক গরম লাগে তাই পরি না”
2. “আমার ফ্যামিলি/(আব্বু/আম্মু/স্বামী) আমাকে হিজাব করতে দেয় না”
3. “হিজাব করতে হবে কেন? আমার ঈমান আমার অন্তরে। আমার হার্ট অনেক ক্লিন, হিজাবের তো দরকার নেই।” #OK
4. “আমি নারীবাদী! হিজাব মানে তো মেয়েদের স্বাধীনতার হাত কড়া পরানো”
5. “তোমরা মেয়েদেরকে হিজাব পরানো না শিখিয়ে ছেলেদেরকে সভ্য হতে শিখাও” #VoiPaisi
6. “আপু হিজাব পড়লে আমাকে দেখতে একদম সুন্দর লাগে না, তাই পরি না!”
7. “আমার হিজাব পরা শুরু করা দরকার জানি! কিন্তু ইয়ে, আমার চুল গুলি তো মাশাআল্লাহ্ অনেক সুন্দর, ঢাকতে কষ্ট লাগে!” #I_feelYouSister
8. “পার্ট টাইম হিজাবী” - “আপু আমি শুধু স্কুলে গেলে হিজাব পরি। বিয়ে-শাদী বা ফাংশানে গেলে আবার হিজাব পরি না”
9. “পার্ট টাইম হিজাবী - ডিজিটাল ভার্সান!” “আমি বাইরে সবখানে হিজাব পরি ঠিক-ই, কিন্তু ফেসবুক/ইন্সটাগ্রামে মাঝে মাঝে হিজাব ছাড়া ছবি আপলোড দিয়ে দেই!” #UhOh
10. “আপু আমার মনে হয় আমি যদি হিজাব পরা শুরু করি, তাহলে ধরে রাখতে পারবো না। একবার ধরলাম, আবার ছাড়লাম – এটা কেমন খারাপ না! সেজন্যে হিজাব পরাই শুরু করি না। একটু শক্ত হয়ে নেই, তারপর করবো নে”
11. “আপু আমি মাত্রই হিজাব পরা শুরু করলাম। কিন্তু অনেক চুল পরে, ড্যান্ড্রাফ হয়। এভাবে হিজাব পরা যায়! কি যে করি?”
12. “হিজাব পরলে আমি ভালো চাকরি পাবো না”
Explanations one by one -
Excuse # 1: “আমার হিজাব পরলে অনেক গরম লাগে তাই পরি না”
এটা মোস্ট কমন এক্সিউজ! এবং অনেকের কাছে এটা মেক সেন্স করে। গরম লাগা একটা দু:সহ যন্ত্রনা বটে! কিন্তু মজার ব্যপার হচ্ছে হিজাবের সাথে আসলে গরম লাগার কোন scientific correlation নেই! আপনার বিশ্বাস না হলে ছেলেদের কে জিজ্ঞেস করে দেখুন। তারা কোনোদিন মাথায় হিজাব পরেনি, তারমানে কি এই যে, জীবনে তাদের কোনোদিনও গরম লাগে নি? আপনি হিজাব করে না এমন যে কোনো মেয়ে কে জিজ্ঞস করে দেখুন, হিজাব না পড়ার জন্যে কি তার একটুও গরম লাগে না? আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি। এখানে মিনি স্কার্ট আর হাত কাটা জামা পরেও মেয়েরা দর দর করে ঘামছে! বাইরে যদি ৮০ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রা থাকে, কেউ খালি গায়ে বের হলেও তার গরম লাগবে!! সেখানে এক পরতের একটা স্কার্ফ কতটুকুই বা গরম বাড়িয়ে দিবে? উল্টা proper হিজাব যারা করে, তাদের ওভারঅল loose fitting clothing এর জন্যে গরম আরো কম লাগে!
আসলে এটা একটা মেন্টালিটি। সাইকোলজিতে এটাকে বলে "ডিফেন্স মেকানিজম". হিজাব না পড়ার মেইন কারণ হলো এক রকমের দূর্বলতা! আল্লাহর প্রতি ভালোবাসার একটা ঘাটতি এবং সেলফ কন্ট্রোল আর ডিসিপ্লিনের অনিচ্ছা। সেটা ঢাকতে + নিজেদের ডিফেন্ড করতে আমরা নিজেদের অজান্তেই এরকম অজুহাত বানাই। মজার কান্ড হলো participants রা শেষ পর্যন্ত agree করে এবং নিজেদের দুর্বলতা স্বীকার করে।
নিজের দুর্বলতা স্বীকার করলে কারো সম্মান কমে যায় না. আমরা সবাই কোনো না কোনো জায়গায় দূর্বল। কেউই পারফেক্ট না. যারা স্ট্রং, তারা নিজেদের দুর্বলতাকে মেনে নেয় এবং সেটা ঠিক করতে যথাসাধ্য চেষ্টা করতে থাকে. Participants রা এটাও agree করে যে, আসলে এটা জাস্ট তাদের একটা মেন্টালিটি + শয়তানের প্ররোচনা। শয়তান চায় যেভাবেই হোক আমরা আল্লাহর আদেশ অমান্য করি! "গরম লাগানোর" ভয় দেখানো একটা অজুহাত মাত্র। যারা আল্লাহকে খুশি করতে হিজাব করে, ওরা এসব ছোট খাটো "গরম লাগা" সরিয়ে বিগ পিকচারটা দেখতে পারে - সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ঈমানের পোক্ততা, মনের শান্তি, আখিরাতের পুরস্কার এবং নিজেকে একজন better মুসলিম বানানোর জন্যে sincerely চেষ্টা করতে থাকা।"
(চলবে ... to be continued In Sha Allah ... )
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাইহোক আপনি কি সাইকোলজির স্টুডেন্ট?? ব্লগে এখন পরিচিত কেউ নেই আপনি মাঝে মাঝে আসবেন ভাল লাগবে।
আমার বউয়ের কাছে চমৎকার একটি তথ্য পেলাম। তার অনেক বান্ধবী হিজাব পড়ে শুধু ধূলাবালি হতে চুলকে রক্ষা করার জন্য, পর্দা করার জন্য নয়। এ ধরণের অনেক হিজাবী আজকাল আছে যারা পর্দা নয়, অন্য কোন কারণে হিজাব করে থাকেন।
মন্তব্য করতে লগইন করুন