দ্য জার্নি টু ফেইথ- ২
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ৩১ জুলাই, ২০১৬, ০৭:৫৯:৪৪ সকাল

“ ... তখন ক্লাস টুতে না ওয়ানে পড়ি। আমাদের গ্রাম থেকে কিভাবে যেন কয়টা ফ্যামিলি ডিভি লটারী পেয়ে গেল আমেরিকায় আসতে। তার মধ্যে আমাদের ফ্যামিলিও ছিল। গ্রামে আমরা মোটামুটি গরিব পরিবারেই ছিলাম, তাই বিদেশে আসার কথা শুনে তো সবার মধ্যে অনেক উত্তেজনা। আমি ছোট মানুষ, বেশি কিছু জানি না। আমার আম্মুকে আমি সবসময় নামাজ পরতে দেখতাম, মাথায় কাপড় পেচিয়ে চুল ঢেকে রাখতে দেখতাম। সেটা অনেকটা বাঙ্গালিয়ানা কালচার টাইপ ধার্মিক। অন্তর থেকে ইসলামকে ভালোবেসে করার চেয়ে বরঞ্চ “করতে হবে, তাই করি” টাইপ বোধ থেকে করা। আর আব্বু ছিল ভীষণ রাগী। কথায় কথায় মার-ধোর! ধর্মের ছিঁটে-ফোঁটা তেমন দেখি নি আব্বুর মধ্যে। তো ছোট থেকে জানতাম আমি যে আমাদের একটা ইসলাম বলে ধর্ম আছে, কিন্তু এটা নিয়ে তেমন মাথা ঘামাইনি।
আমরা তল্পি-তল্পা বেঁধে দেশ ছেড়ে চলে আসলাম। সেই এগারো বছর আগের কথা। কয় মাস আমাদের গুছিয়ে নিতে সময় চলে গেল। তারপর আমরা ছয় ভাই-বোন স্কুলে ভর্তি হয়ে গেলাম!! আমার আমেরিকান স্কুলের প্রথম দিন!! আমি চরম একসাইটেড!! আমাকে Second Grade এ ভর্তি করা হল। আম্মু আমাকে চোখে কাজল দিয়ে, গ্রাম্য স্টাইলে সালওয়ার কামিজ পরিয়ে মাথায় ওড়না বেঁধে দিল। আমি ভয়-খুশি- আশা সব মিলিয়ে ঢুকে পরলাম স্কুলে! আমার ক্লাস খুঁজে নিতে গিয়ে আবিষ্কার করলাম, এখানে কেউই বাংলা বলে না!! ওরে সর্বনাশ! গ্রাম থেকে স্কুলে ইংলিশ কোনদিনও শিখানো হয়নি! আমি কারো সাথে কথাই বলতে পারছিলাম না! অসহায় হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম! একটা টিচার এসে আমাকে বললো, “What Class are you looking for?” আমি হাঁ করে চেয়ে রইলাম!! কি যে বললো কিছুই তো বুঝি না! শুধু ক্লাস শব্দ টা বুঝতে পারলাম, তাই দুই আঙ্গুল দিয়ে বললাম, “ক্লাস টু”।
মহিলা কি বুঝলো কে জানে, বললো,
“ O! Second Grade! Okay let me take you.”
মহিলা দেখি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমার যেহেতু কিছু করার নাই, আমিও তার পিছু পিছু গেলাম। আমাকে ক্লাসে বসিয়ে সে চলে গেল।
একটা মানুষের একটা কথাও বুঝতে পারি না!! এর মধ্যে আবার ক্লাসের কত গুলি ছেলে আমার দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো! ভয়ে বুকটা শুকিয়ে গেল আমার। কয়টা মেয়ে আমার দিকে অদ্ভুত করে তাকাচ্ছিল। আমার বুক ধুক-পুক করছিল। এর মধ্যে কি হল কোত্থেকে একটা ছেলে এসে আমার মাথার হিজাব টা ধরে দিল একটা হ্যাঁচকা টান !!! আমি একেবারে সিট থেকে পড়ে গেলাম! রাগে, দুঃখে, ভয়ে আমি কাঁনতে কাঁনতে ক্লাস থেকে বের হয়ে আসলাম!! সেইদিন বাথরুমে বসে আমি এত কেঁদেছি! এত কেঁদেছি! তখনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এই জীবনে আমি আর কক্ষণো হিজাব পড়বো না! কক্ষণো না !! দুনিয়া উল্টে গেলেও না! ... ”
... সেই ছোট্ট আমি কি আর জানতাম আল্লাহ্ যে তাঁর বান্দার জন্যে কি প্ল্যান করে রেখেছন!!
( চলবে ... )
[ সত্য কাহিনি অবলম্বনে রচিত, ছদ্মনাম ব্যবহৃত হলো ]
বিষয়: বিবিধ
১৫৬৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জী আপু খুব ভাল লাগছে কাহিনীটা । অনেক ধন্যবাদ আপু ।
মন্তব্য করতে লগইন করুন