কষ্টের সাথে স্বস্তি!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২১ এপ্রিল, ২০১৬, ০৭:০৯:২০ সকাল
আল্লাহ সুবহানুতা'আলার কাছে কিছু চাইলাম. তিনি কিন্তু সাথে সাথেই সেটা আমাকে দিয়ে দিবেন না. অনেক কাঠ-খড় পুড়িয়ে তারপরে গিয়ে দিবেন!
আলহামদুলিল্লাহ!
.
.
তখন ভাবি, সাথে সাথে সেটা পেয়ে গেলে হয়তো জিনিসটার কদর-ই বুঝতাম না! আবার সেই জিনিস পাওয়ার আশাতেই বার বার দুয়াতে যখন বসি, সেই বৈঠক গুলিতে আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর মুহুর্তগুলি কাটে! সাথে সাথেই চাওয়া জিনিসটা পেয়ে গেলে তো এই মুল্যবান মুহূর্ত গুলি মিস!
.
.
সাধের জিনিস পেতে কষ্ট কে না করে! মুসলিম, অমুসলিম, ধার্মিক, নাস্তিক -স্ট্রাগল এদের সবাইকেই করতে হয়.
কিন্তু বিশ্বাসীরা এই struggle এর মধ্যেও প্রতিনিয়ত আশ্বাস পায় যে, আল্লাহ আছেন! সঠিক সময় হলে আল্লাহ আমাকে ঠিক-ই দিয়ে দিবেন, যা চেয়েছি! আর না পেলে তার মানে আমার চাওয়াটাতেই ভুল ছিল! স্ট্রাগলের মাধ্যমে আল্লাহ আমার সেই ভুল টাও ধরিয়ে দেন ! আলহামদুলিল্লাহ!
.
.
অনেক কষ্টের পরে কোন কিছু পেলে সেটার অন্য রকম আনন্দ থাকে। কষ্ট করার পরে গিয়ে দেওয়ার জন্য এতে আল্লাহ যেমন আমার জিনিসটা পাওয়ার আনন্দ বাড়িয়ে দেন, তেমনি এর মধ্য সময়টাতে আল্লাহর উপর ভরসা, সবর আর দুয়ার মাধ্যমে স্ট্রাগল করাটাও সহজ করে দেন!
আলহামদুলিল্লাহ!
"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে! অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে."
[ Quran 94: 5-6]
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি মন্তব্যের জবাব দেননা কেন?
জ্বী ভাই, কিছু মনে করবেন না, আসলে সময় হয় না। আর আমি নন মাহরামদের সাথে অনলাইনে কথা বলতে এমনি একটু চাপা। আপনি কিছু মনে করে থাকলে ক্ষমা প্রার্থী। জাঝাকাল্লাহু খইর সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাগুলি পড়ার জন্যে।
জাজাকাল্লাহ আপু ।
মন্তব্য করতে লগইন করুন