বাড়িয়েই দিবেন, বাড়িয়েই দিবেন, বাড়িয়েই দিতেই থাকবেন ...
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৩:০৩ সকাল
আল্লাহ্ সুবহানুতা’আলা কুরআনে বলেন যে, "তুমি যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের জন্য বহুগুনে বাড়িয়ে দিব”
(সূরা ইবরহীম)
আরবি শব্দটি “শাকারতুম” হচ্ছে অতীত। যদি তোমরা একটুও কৃতজ্ঞ হতে, মানে তোমরা যদি একবারও কৃতজ্ঞ হতে, ... একবারও যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে, ...তোমরা যদি এতটুকুও করতে পারতে। তাহলে সেই একটি কৃতজ্ঞতা প্রকাশের জন্য –
" لَأَزِيدَنَّكُمْ "
অর্থাৎ, আমি শপথ করছি যে আমি তোমাদেরকে বাড়িয়ে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ এই আয়াতে ভাষা গত ভাবে তিনবার শপথ করেছেন।
সুবহানআল্লাহ! সেকুলার সাইকোলজি স্টাডিতেও দেখা যায় যে, প্রতিটা মানুষের Emotional Stage এর একটা Stable লাইন আছে। যদি ইমোশোনাল গুলিকে কাগজে কলমে গ্রাফ করা যায়, তাহলে দেখা যাবে যে, মানুষ যখন অনেক খুশি হয়, গ্রাফ একটা Maximum point hit করে আবার Stable লাইন এ ফিরে আসে, আবার যদি সে যদি কোন ডিপ্রেশানের মধ্যে দিয়ে যায়, গ্রাফ নিচের দিকে নেমে গিয়ে আবার ধীরে ধীরে ঐ Stable Line এর সোজা সমতল অবস্থায় চলে আসে!
এভাবে মানুষের একটা Tendency আছে দিন শেষে একটা Steady বর্ডারলাইন Emotional maintain করার! তবে কিছু কিছু Factor আছে যা এই বর্ডার-লাইন কে বাড়িয়ে দিতে পারে! তার মধ্যে একটা হচ্ছে-“Gratitude”, “কৃতজ্ঞতা”!! এজন্যেই সাইকোলজি থেরাপিস্টরা maily Patient দের “Positive Attitude” build up করার চেষ্টায় থাকে! প্রতিদিন ডায়রিতে পাঁচটা করে এমন জিনিস টুকে রাখতে বলে যার জন্যে তুমি Thankful, কৃতজ্ঞ!! Clinically এটা প্রমাণিত যে, "কৃতজ্ঞতা"মানুষের Stable line এর goodness বাড়িয়ে দেয়! হ্যাঁ, কৃতজ্ঞতা বাড়িয়ে দেয়!
সুবহানআল্লাহ্!! আর আল্লাহ্ মহান আমাদের কে সুখী থাকার এই সিক্রেট কত আগেই জানিয়ে দিয়েছেন!
জীবনের সবচাইতে সবচাইতে কষ্টকর কঠিন মুহুর্তগুলির কথা ভাবুন!
কৃতজ্ঞতার লেন্স চোখে পড়ে দেখুন তো, আল্লাহ্কে Thank You বলার মতন কি একটা কিছু-ও ছিল না? ঐ অবস্থাতেও টেবিলে কি খাবার ছিল না? মাথার উপর ছাদ ছিল না? চোখের দৃষ্টি ছিল না? কানের শ্রবণক্ষমতা ছিল না? হাঁটা-চলা করার সুস্থ সবল স্বাস্থ্য ছিল না? ফ্যামিলির সবাই ভালো ছিল না? সুবহানআল্লাহ্! সবচেয়ে কষ্টতর থেকে কষ্টের সিচুয়েশান গুলোতেও একটা যদি কমপ্লেইন করার স্কোপ থাককে, তবে একই সাথে কোটি কোটি স্কোপ খুলে থাকে “কৃতজ্ঞ হবার” ... চোখ বন্ধ করে বলার “ Thank You Allah!”
আমাদের দৃষ্টিকে ফিল্টার করে সেই স্কোপগুলির দিকে আঙ্গুল তুলে নিয়ে যেতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
... ফল স্বরূপ, আলাহ্ তা'আলা বাড়িয়েই দিবেন, বাড়িয়েই দিবেন, বাড়িয়েই দিতে থাকবেন ...
বিঃদ্রঃ আমার লিখাটা আর্টিকেল আর কিছু লেকচারের মিক্স ভার্সন! আয়াতের ডিটেইল ব্যখ্যা এই লিঙ্কে পাওয়া যেতে পারে-
এখানে
ক্লিক করুন
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Thankfulness to Allah (swt) gives peace.
Thanks for sharing this valuable post.
আমরা বাঙ্গালীরা এখানেই আটকে গেছি৷ ধন্যবাদ৷
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর! ফীয়ামানিল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন