দেখেন তো এটা কেউ কখনো ট্রাই করে দেখেছেন কি না ?!

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ৩০ নভেম্বর, ২০১৪, ০৬:৪৪:৩১ সকাল



ধরেন, খুব খারাপ অবস্থা যাচ্ছে--মনের মধ্যে একগাদা প্রশ্ন খচ্‌খচ্‌ করছে, নানা ঝামেলার মধ্যে ডুবন্ত, সমস্যার সমাধানগুলি কেমন ঘোলাটে দেখাচ্ছে — এমন অবস্থায় ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে, দু’রাকাআত সালাহ্‌ আদায় করে,

আল্লাহ্‌র কাছে খাস দিলে প্রার্থনা করে,

সহীহ নিয়তে,

আল্লাহ্‌র উপর অগাধ তাওয়াক্কুল ও ভরসা করে

... অশ্রু-সজল চোখে কুর’আন শরীফ টা হাতে নিয়ে ... আল্লাহ্‌র কাছে সমাধান এবং উত্তর চাইতে চাইতে র‍্যান্ডোমলি কুরআন শরীফের যে কোন একটা পাতা খুলে পড়া শুরু করে দিলেন ...

and...........

Guess what ??

ঠিক যে পাতাতে আপনি ল্যান্ড করেছেন, ঠিক সে পাতাতেই পড়তে পড়তে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর, সমাধান সবকিছু পেয়ে গেলেন!! পড়তে পড়তেই সমস্ত সমাধান হাজির! সুবহানআল্লাহ্‌!!

এরকম কারো কখনো হয়েছে কি?

আল্লাহু আকবার!! প্রতিটা বার আমার জন্যে এটা কাজ করে! প্রত্যেক টা বার!

প্রত্যেকটা বার!!

অবাক হয়ে যাই!! কোন ভাষা পাইনা। লাস্ট বার করার সময় পড়তে পড়তে যেই না আমার প্রশ্নের উত্তরের আয়াতগুলি পড়ছিলাম, আমার হাত কাঁপছিল!

কাঁপবে না কেন বলেন ...

গোটা মহাবিশ্বের, সমস্ত গ্যলাক্সির সকল আসমান-জমীনের স্রষ্টা যিনি ...তিনি কি না চ্যাপ্টা গ্রহের এক কোণায় পড়ে থাকা এক ক্ষুদ্র নগণ্য বান্দীর সাথে যোগাযোগ করছেন!!!

বান্দীর সমস্যার সমাধান করে দিচ্ছেন!!!

বান্দীর প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছেন ... পাতার গোটা গোটা অক্ষরে ...

মাঝে মাঝে সত্যি ভেবে পাই না, আল্লাহ্‌-র ভালোবাসার কুল-কিনারা...

আল্লাহু আকবার!

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289765
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৯
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. Many times I have shared my same feelings with my colleague like you. It is really amaizing feelings apu. Jajakallahu khair.
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
233770
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ওয়াআলাইকুমআসসালাম ওয়ারহমাতুল্লহ!
বারোকাল্লাহু ফিকী আপু! অনেক দিন পর তোমায় পেয়ে খুব ভালো লাগছে!
289787
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
ছালসাবিল লিখেছেন : আপু, এই আয়াতটি পড়ার পরে আমার চোখ দিয়ে পানি পরেছিলো Crying Worried Crying


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজ নকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা'আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে। [সুরা তাহরীম: ৬]

সত্যি আপু, সবকিছুর সমাধান পাওয়া যায়। Day Dreaming আমিও পরীক্ষীত। Day Dreaming
Rose Rose Rose Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
233771
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে এবং আপনার অনুভূতি শেয়ার করার জন্যে জাঝাকাল্লাহু খইর Good Luck
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
233772
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে এবং আপনার অনুভূতি শেয়ার করার জন্যে জাঝাকাল্লাহু খইর Good Luck
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
233773
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে এবং আপনার অনুভূতি শেয়ার করার জন্যে জাঝাকাল্লাহু খইর Good Luck
289788
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ। পিলাচ
Rose Rose Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
233774
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
289794
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১০:২১
নিরবে লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
233775
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
289798
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪২
দ্য স্লেভ লিখেছেন : আপনার এই আবেগ বুঝতে পারছি। আমার ক্ষেত্রে কখনও কখনও এমন হয়েছে। তখন আবেগাপ্লুত হয়ে ভেবেছি,আল্লাহ আমার উপর রহমত প্রদান করেছেন। আল্লাহ আপনাকে সকল সময়ে শান্তিতে রাখুন !
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
233776
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আমিন। ফীয়ামানিল্লাহ ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
289809
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার পোস্টের বিষয় সমর্থন করছি-
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
233777
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লহে ওয়াবারোকাতুহু!
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
289823
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
233778
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
293322
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০২
জোনাকি লিখেছেন : জি এমনটা হয়েছে।
আল্লাহু আকবার!
১২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪২
237250
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File