অন্ধকার থেকে আলোতে! আলো থেকে অন্ধকারে !!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৫ আগস্ট, ২০১৪, ১০:১৫:৪৯ সকাল
“তখন আমি নতুন নতুন মুসলিম হয়েছি। কেবল-ই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আরবি কিছুই বুঝি না, পারি-ও না। এরপরো প্রতিদিন ফজ্র, মাগ্রিব আর ইশার সালাতের সময় আমি মসজিদে যেতাম, সেই আরবি কুরআন তিলাওয়াত শোনার লোভে! শুনতেই থাকতাম, কিছুই কিন্তু বুঝতাম না! অথচ, আমার জন্যে এটা ছিল সেরকম পাওয়ারফুল একটা স্পিরিচুয়াল Experience!
তো মসজিদের এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন, ‘প্রতিটা দিন দেখি কি যে শান্তি নিয়ে তুমি মসজিদে এসে তিলাওয়াত শুনছো, অথচ তুমি তো কিছুই বুঝতে পারছো না! তাহলে?”
আমি সাথেই সাথেই উত্তর দিলাম,
“ছোট্ট বাচ্চাকে দেখেছেন কখনো ভাই? তার আম্মুর কন্ঠ টা শুনলেই কেমন খুশিতে হেসে উঠে? শান্ত হয়ে যায়? অথচ, বাচ্চাটা সে কি তার মায়ের প্রতিটা কথা বুঝে ?”
আমিও সেরকম-ই বাচ্চার মতই আল্লাহ্-র অবুঝ এক বান্দা, প্রতিটা কথা না বুঝলেও এটা আমার সৃষ্টিকর্তার কথা যে ! শুনলেই মন টা শান্ত হয়ে যায়! “
~ ডক্টর জেফেরি ল্যাং
তিনি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। টিনেজ থাকতেই নাস্তিক হয়ে যান। দীর্ঘদিন ধরে “সৃষ্টিকর্তা বলে কিছু নেই”- এই ধারণার উপর বেশ অটল থাকেন তিনি! অতঃপর ইউনিভার্সিটিতে কাজ করার সময় কিছু ঘটে! কিছু ধাক্কা! কিছু অভিজ্ঞতা! অতঃপর রিভার্টেড হয়ে ইসলামের ছায়ায় আসেন আলহামদুলিল্লাহ্!!
সুবহান আল্লাহ্! যত বার-ই কোন রিভার্টেড মুসলিমদের কাহিনী পড়ি লজ্জায় মাথা কাটা যায়! ওদেরকে “লিপ অফ ফেইথ” বলে কত বড় একটা পরীক্ষা দেওয়া লাগে, কোন কোন সময় তারা তাদের পরিবার, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, চাকরি-সম্মান, সবকিছু হারাতে রাজি! সবকিছু ছাড় দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়বে না! শুধু “আমি মুসলিম হয়েছি” বলাটাই হয়ে যায় তাদের অপরাধ, তবু তাদের মুখে থাকে বিশ্ব জয়ের হাসি! অন্ধকারের সুড়ঙ্গে আলো খুঁজে পাবার আনন্দ!
অথচ, আমরা যারা জন্ম থেকেই মুসলিম তাদের এ নিয়ে কোন ভ্রক্ষেপ নেই! চাইবার আগেই আলোর সন্ধান পেয়ে গিয়েছি দেখে পারলে জোর করে আরো আলো থেকে অন্ধকারের সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারলে বাঁচি!!
# ডক্টর জেফেরি ল্যাং এর ইসলামে আসার গল্প পড়তে ক্লিক করুন ... এখানে
# সৌজন্য গিফ্ট হিসেবে যেতে যেতে আরেকটা লিঙ্ক শেয়ার করে যাই।
এটা হচ্ছে আমেরিকার এক কলেজ স্টুডেন্টের গল্প। কিশোরী মেয়ে! সে তার ক্লাসে ঢুকে দেখে কি যে ক্লাসের বেশির ভাগ-ই বর্বর, মূর্খ মুসলিম দিয়ে ভর্তি- দেখেই তার গা জ্বলে উঠলো! নিজের সাথে তখনি প্রতিজ্ঞা করে ফেললো যে করেই হোক, তাকে এই মূর্খ মুসলিমগুলোকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করেই ছাড়বে ...
শুরু হলো তার মহা-মিশন !! অতঃপর ... কি ঘটলো?
জানতে হলে যেতে হবে
এই লিঙ্কে
না পড়লে কিন্তু পুরাই মিস্!
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আল্লাহ যাকে চান তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দেন।
বোন জয়নাব ইসমাইল দেখুন কিভাবে হলিউড থেকে ইসলামে আসছে
বোন লিসা কিভাবে আসলো তা এখানে
এনাদের কথাগুলো আমি ধির স্থির ভাবে শুনেছি আর তখন অনুধাবন করলাম আমাকে মুসলিশ পরিবারে জন্ম দিয়ে আল্লাহ আমার উপর রহম করেছেন । আল্লাহু আকবার।
আপনার সাথে সহমত।
মন্তব্য করতে লগইন করুন