ভাই/বোনেরা!! মণি-মুক্ত কুড়িয়ে নিবার সময় এখনো বাকি!!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২২ জুলাই, ২০১৪, ০৭:২৩:১৪ সকাল
আজকাল এড দেখতে গেলেই “Before” and “after’ টাইপের কথা-বার্তার হিড়িক পড়ে যায়!
Before সে ছিল ১১০ কেজি, Product USE করলো ...
After হয়ে গেল ৫০ কেজির সিক্স-প্যাক!
Before দেখতে লাগছিল সাদা-মাটা, make up USE করলো ...
After যে দেখতে কেমন লাগছিল... আচ্ছা থাক সেটা নাই-বা বললাম!
আমাদের নিজেদেরকেও এখন এমনি একটা Before-after এর কাঠকড়ায় দাঁড় করানোর সময় চলে আসছে!
সেটা হচ্ছে --
BEFORE RAMADAN and AFTER RAMADAN !!
না না!
আমি এডগুলার মতন অলৌকিক রকমের পরিবর্তনের কথা বলছি না! তবে কিছুটা হলেও এই এক মাসের ট্রেইনিং এ নিজের বদঅভ্যাস, ইচ্ছা অনিচ্ছায় হয়ে যাওয়া রেগুলার গুণাহ্ গুলির সামনে যে কিনা STOP sign লাগাতে না পেরেছে, সে আসলেই হতভাগা!
সেটা হতে পারে, কারো সিগারেটের অভ্যাসে ভাটা পরেছে, কেউ নামাজে আরো একটু আন্তরিক হয়েছে, কারো হিজাবের শুরু হয়েছে, কারো নিজ নিজ ঈমান-ইসলাম নিয়ে অভূতপূর্ব উপলব্ধি হয়েছে, কেউ হয়তো নতুন করে কুরআন থেকে কিছু শিখেছে- যার যেটাই হোক না কেন সেই রমাদানের BEFORE and AFTER এর মধ্যকার পার্থক্যকারী বৈশিষ্ট্য টি! ...আমরা যেন সেটা ধরে রাখি!! ...নিজেদেরকে চেক লিস্টে বসিয়ে দেখাই, উপচে পরা এই রহমত ও বারাকাহ্-র মাস থেকে আমি কতটুকু নিজের ডালিতে ভরতে পারলাম! ?
নাহলে কিন্তু আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবেনা! আর এটা আমার কথা না, স্বয়ং জিবরাঈল (আঃ) ওই সব হতভাগাদের ধ্বংসের দুয়া করেছেন এবং আমাদের প্রিয় নবী(সাঃ) সেই দুয়ার আমীন বলেছেন!!
হাদীসে এভাবে এসেছে কথাটা,
"হযরত কা ‘ব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একদা মিম্বরে উঠার সময় তিনি সিড়িতে তিনবার আমিন বললেন। সাহাবীগণ এর কারণ জানতে চাইলে উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি যখন প্রথম সিড়িতে পা দিলাম তখন জিবরাঈল (আ.) বললেন,
“ধ্বংস হোক সে ব্যক্তি যে, রমাদানের রোযা পেল কিন্তু সে রোযা রেখে জীবনে গুণাহসমূহ মাফ করাতে পারেনি।
আমি বললাম, আমীন। (অর্থ, আল্লাহ্ কবুল করুক)
অতঃপর জিবরাঈল (আ.) বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে, আমার নাম শুনলো অথচ আমার নামে দরূদ (“ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম” ) পড়লো না।
“আমি বললাম, আমীন।
অতঃপর জিবরাঈল (আ.) বললেন, “ধ্বংস হোক সে ব্যক্তি যে, বৃদ্ধ অবস্থায় তার মা-বাবাকে জীবিত পেলো, অথচ মা-বাবার সেবা করে জান্নাতের ব্যবস্থা করে নিলোনা”।
আমি বললাম, আমীন।
---(সহীহ বুখারী)
সুবহানআল্লাহ্!
আল্লাহ্ আমাদের সেই সকল হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন যেন... আমীন!
রমাদানের আগে আমি যেই ছিলাম-এখনো কি সেই আছি- এমনি থাকবো- আচ্ছা এমনটাই কি বলে মনে হচ্ছে?
নো চিন্তা! মণি-মুক্ত কুড়িয়ে নিবার কিছু সময় এখনো বাকি আছে কিন্তু!! কে জানে এই শেষের বাকি রাতগুলির মধ্যেই যদি পড়ে যায় সেই মহিমান্বিত “লাইলাতুল ক্বদর” এই এক রাতের ইবাদাহ্ এক হাজার মাস অপেক্ষা উত্তম! অর্থাৎ ৮৩ বছরেরও বেশি! এভারেজ মানুষের গড় আয়ু যেখানে ৬০ বছর, সেখানে.. ONE NIGHT= BETTER THAN 83 YEARS !! (সূরা ক্বদরের তাফ্সীর দ্রষ্টব্য)
সুবহানআল্লাহ্ ...
অতএব,
এখন হাল ছেড় না বন্ধু বরং কস্কে ধর জোরে!! এতদিনের রোজার পারফরমেন্স যা হবার হয়েছে!! ভুলে যান!! এখনো অনেক মণি-মুক্ত কুড়ানোর সময় বাকি যে!!
আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে সেই তাওফিক দেন যেন। আমীন!
আইশা (রা আল্লাহ্র রাসূল (সা-কে জিজ্ঞেস করেন: "হে আল্লাহ্র রাসূল, ধরুন যদি আমি জেনে যাই কদরের রাত কোনটি তখন আমি কী বলব?" নবীজী (সা বললেন: "বলো
(أَلَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ، تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي)
"আল্লহুম্মা ইন্নাকা আ’ফুওউন তুহিব্বুল আফ্ওয়া ফা’’’ফু আ’ন্নি"
ভাবার্থঃ হে আল্লাহ্! আপনি তো পরম ও অধিক ক্ষমাশীল. আপনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করুন!
[তিরমিযী, ইব্ন মাজাহ]
.
কোমর বে ঁধে লাইলাতুল কদরের তালাশে লেগে পড়ি !
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে রমজান কাটাইলো, রোজাও রাখিল । কিন্তু শেষে যেই লাউ সেই কদু !
কি অইল ? সে আসলে রমজানই পায় নাই !
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে অসংখ্য শুকরিয়া!
ধন্যবাদ শিক্ষনিয় পোষ্টটির জন্য।
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে অসংখ্য শুকরিয়া!
ব্যস্ততার জন্যে গা ঢাকা দিতে হতে পারে!
ইন শা আল্লাহ্ সর্বোচ্চ চেষ্টা করবো!
ফী আমানিল্লাহ!
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে অসংখ্য শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন