দ্য আল্টিমেট শান্তি !
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৫ জুলাই, ২০১৪, ০৭:১১:৫৫ সন্ধ্যা
একটা জিনিস একটু খেয়াল করলেই দেখা যায় যে, মানুষ আল্লাহ্ তা'আলার অবাধ্য হবার পর কখন-ই পরিপূর্ণ প্রশান্তি লাভ করতে পারে না। সে বুঝুক বা না-ই বুঝুক ... একটা না একটা খচ-খচানি মনের কোথায় জানি থেকেই যায়। সবকিছু পেয়ে-ও কি জানি একটা নেই।
শত মিথ্যা বলেও কেমন লাগে ভিতরে, "আমি কি মিথ্যুক!" (সবার সামনে যদিও মুখে থাকবে বিশ্ব জয়ের হাসি !)
কাউকে কষ্ট দিলে মনের ভিতর থেকে কেউ একজন ঠিক-ই বলে "sorry বলা উচিত!"... (পরে অবশ্য "ego", নাহলে "কিভাবে শুরু করবো" ইত্যাদি -নানান কারনে তা আর বলে উঠা হয় না!)
যিনার মাধ্যমে বিপরীত লিঙ্গের সাহচর্যের জন্যে যাই করা হোক না কেন, আব্বু-আম্মুর বা অন্য পরিচিত কারো কাছে সেটা ধরা পরে গেলে মুখ টা শুকিয়ে এত্তটুকুন হয়ে যায়। আর তা নাহলেও কষ্ট টা পাওয়া যায় সেই সাধের মানুষটির কাছ থেকে-ই...
... মনের প্রশান্তি কই?
আর নামাজটা না পরে দিনের পর দিন কাটিয়ে দিলে,... স্বয়ং আল্লাহ্-র সাথে রোজ ৫ টি বার করে কথোপকথনের মাধ্যমে সব সুখ-দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিবার পর মনের যেই শান্তি- সেই শান্তি বেনামাযীরা কোটি টাকা দিয়ে-ও কোথা থেকে কিনতে পারবে ??
অপরদিকে, একমাত্র আল্লাহ্-র খাতিরে কিছু করতে গেলে শত বাধা-বিপত্তি, কটু কথা শুনতে হলেও ... স্বয়ং আল্লাহ্-র সন্তুষ্টি আর জান্নাতের একটি ঘর-- একথা চিন্তা করলেই কি সুন্দর সব দুঃখ-কষ্ট নিমেষেই কর্পুরের মতন উবে যায় !!
"নিশ্চয়ই একমাত্র আল্লাহ্-র স্মরণেই তাদের চিত্ত প্রশান্তি লাভ করে" (সূরা রা'দঃ ২৮)
(A reminder for me first)
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ্।
শান্তিন অন্বেষায় মানুষ কতকিছু করে বুঝেনা শান্তি কত সহজ।
জাযাকাল্লাহু খইর।
"নিশ্চয়ই একমাত্র আল্লাহ্-র স্মরণেই তাদের চিত্ত প্রশান্তি লাভ করে" (সূরা রা'দঃ ২৮)
"নিশ্চয়ই একমাত্র আল্লাহ্-র স্মরণেই তাদের চিত্ত প্রশান্তি লাভ করে।" (সূরা রা'দঃ ২৮)
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন