ভালোবাসা vs স্যাক্রিফাইস!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৫ এপ্রিল, ২০১৪, ১০:০২:৫০ রাত
আমরা যদি আমাদের প্রিয় বস্তু গুলি কে আল্লাহ্-র জন্যে কুরবানী দিতে না পারি... নিজেদের ইচ্ছা-ভালো লাগাগুলির উপর আল্লাহ্তা’আর ইচ্ছা ও সন্তুষ্টিকে প্রাধান্য দিতে না পারি,... তবে কিসের বিনিময়ে আমরা জান্নাতের আশা করি ?
নিজেদের ভালো লাগা/ভালোবাসাগুলি যখন আল্লাহ্-র অসন্তুষ্টির কারণ হয়, তখন সেগুলোকে যদি আল্লাহ্তা’আলা-র জন্যে চেপে যেতে না পারি, আমরা তাহলে কি ভেবে নিজেদের ‘মুসলিম’ ভাবি? মুসলিম শব্দটা- যার একটি অর্থই কি না ‘আত্মসমর্পণকারী’। সেই আমরা কতটুকু নিজেদের ভালোলাগা গুলোকে আল্লাহ্-র জন্যে সঁপে দিতে পারলাম?
জান্নাতে যাওয়ার পথ টা কেমন মনে হয় আমাদের ? জান্নাতে যাওয়া বুঝি খুব সোজা?
জান্নাতে যাওয়া এত সোজাই যদি হত তাহলে কেন মহানবী(সাঃ) কে তাঁর নব্যুয়াতের পরেও কেন ২৩ বছর ধরে অবর্ণনীয় কষ্ট আর অকল্পনীয় আত্মত্যাগ করতে হয়েছিল?
কেন এত গুলি রক্ত ঝরার পর আল্লাহ্ ২৩ টা বছর পরে গিয়ে ইসলামের বিজয় দিলেন? সাথে সাথে কি দিয়ে দিতে পারতেন না?
কেন ইবরাহিম(আঃ) কে আগুনে ঝাঁপ দিবার মতন পরীক্ষা দিতে হয়েছিল?
কেন-ই বা ইউসুফ(আঃ)কে নিজের ভাইদের হাতে প্রতারিত হয়ে কুয়ার মধ্যে আটকা পরতে হয়েছিল?
আর কেন ইউনুস(আঃ) কে মাছের পেটে রাত-দিন কাটাতে হয়েছিল?
আর আমরা? কোনরকমের স্যাক্রিফাইস ছাড়াই, এমনকি কোন রকম স্যাক্রিফাইস করার কোন ইচ্ছা ছাড়াই ... এমনি এমনি আল্লাহ্-র প্রিয় বান্দা হয়ে যাবো? জান্নাতে যাবার টিকেট পেয়ে যাবো?এতই কি সোজা আসলে ব্যাপারটা?
দেখুন না আল্লাহ্ তা’আলা কি বলেছেন,
“কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন"
[সুরা ইমরান: ৯২]
হায়রে আদম সন্তান!
নিজেদের ১৫/২০ বছরের কঠিন পড়াশোনার জীবনের স্যাক্রিফাইস আর কষ্ট শেষে, একটা ডিগ্রি-ভালো ক্যারিয়ারের বদৌলতে এ ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের সুখ-শান্তি-সিকিউরিটি টাই বুঝলি ,
আর এই ৬০/৭০ বছরের হায়াত ধারী জীবনটার কষ্ট আর স্যাক্রিফাইসের শেষে, আল্লাহ্-র সন্তুষ্টির বদৌলতে অনন্তকালের জান্নাতের জীবনের সুখ-শান্তি-সিকিউরিটি টা বুঝলি না?
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ।
বারাকাল্লাহু ফিকাম
তোমার মন্তব্য দেখলেই মন টা ভারী ভালো হয়ে যায় কেন জানি আল্লাহ্-ই ভালো জানেন! শুকরিয়া তোমাকে পড়ার জন্যে
তোমার মন্তব্য দেখলেই মন টা ভারী ভালো হয়ে যায় কেন জানি আল্লাহ্-ই ভালো জানেন! শুকরিয়া তোমাকে পড়ার জন্যে
তোমার মন্তব্য দেখলেই মন টা ভারী ভালো হয়ে যায় কেন জানি আল্লাহ্-ই ভালো জানেন! শুকরিয়া তোমাকে পড়ার জন্যে
মন্তব্য করতে লগইন করুন