একটা ভালো রেজাল্টের জন্যে ...
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১২ এপ্রিল, ২০১৪, ০৬:৩৩:৪৬ সন্ধ্যা
আচ্ছা! বলুন তো তাজবীদ কি? আর মাখরাজ টা-ই বা কি?
আমরা কি তাজবীদ/ মাখরাজ এর জ্ঞান টা রাখি ?
তাজবীদ, মাখরাজ হচ্ছে সঠিক ভাবে কুরআন শরীফ তিলাওয়াত করার জন্যে কিছু বেসিক নিয়ম-কানুন। যেমন ধরুনঃ কখন এক-আলিফ টান দিতে হবে, কখন তিন-আলিফ টান দিতে হবে, কখন আগের হরফ এর সাথে এর পরের হরফ মিলে যাবে, কখন 'নুন' এর উচ্চারণ একটু নাকি করে করতে হবে, কখন 'র'-এর উচ্চারণ একটু মোটা করে করতে হবে -- ইত্যাদি ইত্যাদি এরকম কিছু বেসিক নিয়ম-কানুন !
আমি প্রথম প্রথম যখন মাখরাজ শিখতে শুরু করি, মনে হয় 'ও আল্লাহ্ ! এত্ত এত্ত নিয়ম! আর স্কুলের অন্যান্য পড়াশোনার আর অন্যান্য ব্যাস্ততায় কিভাবে যে পড়ার সময় করে উঠতে পারবো?'
-ও আচ্ছাহ্ ! স্কুলের নাম নিতেই মনে পড়ে গেল ত্রিকোনমিতির সেই সাইন-কোসাইনের সূত্র গুলো! পুরা ৩ টা পাতা ভর্তি বিদঘুটে সূত্র গুলো মুখস্থ করে ঝাঁঝড়া করে ফেলতে হয়েছিল না এস, এস, সি, এর আগে ?
কেমিস্ট্রির পুরা পর্যায় সারণি কি মুখস্ত করতে পারি নাই ? ওগুলা মুখস্থ করতে কষ্ট হয়সিল না?
--আলবাত সেইরকম পেইন ছিলো !
কিন্তু, তারপরো কিভাবে নিজেকে মোটিভেট করেছিলাম?
--**একটা ভালো রেজাল্ট !! একটা ভালো ক্যরিয়ার... **
এইতো ছিল মোটিভেশানের উৎস, তাই নয় কি?
একটা ভালো ক্যারিয়ারের কল্যাণে এই নশ্বর চল্লিশ-ষাট বছরের দুনিয়ার জীবনের সিকিউরিটির জন্যে যদি এত কষ্ট মানতে আমরা রাজি থাকতে পারি, তাহলে যে বিদ্যা আমাকে চিরন্তন- অসীম- সীমাহীন একটা জীবনের সিকিউরিটি দিবে, আখিরাতে আমার চূড়ান্ত রিপোর্ট কার্ডে ভালো রেজাল্ট দিবে... সেটার জন্যে এতটুকু কষ্ট কেন করতে পারবো না?
আল্লাহ্ কিতাবের আল্লাহ্-র কথা গুলোকে, শব্দ গুলোকে যদি ঠিকমতন উচ্চারণ করতেই না শিখলাম, তাহলে কিভাবে আল্লাহ্-র সার্থক বান্দা হতে পারলাম?
এখন, অনেক কুরআন শরীফের সাথেই সুন্দর করে কালার-কোডেড করে তাজবীদের নিয়ম-কানুন চলে আসে,
অনেক ওয়েবসাইটেও ফ্রি তে এমন শিখা যায় ...
তাছাড়া লোকাল মস্জিদেও শিখানো হয় ...
আল্লাহ্ তা'আলা দরজা একটা না একটা খুলে দিবেন-ই দিবেন যদি কি না শুদ্ধ ইখলাসের সহিত নিয়ত টা করা হয়ে থাকে!
খালি আল্লাহ্-র উপর ধৈর্য্য ও ভরসা ধরে নিজের ইচ্ছাটুকু করার অপেক্ষা !!
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন