পাখির দুইটি ডানা !!

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ০৯ এপ্রিল, ২০১৪, ০৫:০৭:৩৩ বিকাল



আল্লাহ্‌ রাব্বুল আ’লামিনের ক্ষমার আশা করা এবং আল্লাহ্‌ তা’আলার আযাবকে ভয় করা –- এই ২ টি বিষয় যেন পাখির দু’টি ডানার মতন কাজ করে। পাখির যে কোন একটি ডানায় বেশি ভার পড়ে গেলে, সে আর ভারসাম্য রেখে সামনে দিকে উড়তে পারবে না। ওই ভারী দিকের ভারে মুখ থুবড়ে পরে যাবে। ঠিক একই ভাবে, খালি যদি ‘আল্লাহ্‌ তো ক্ষমা-ই করে দিবেন’ - এই ভাবনার ফল-স্বরূপ কেউ একের পর এক পাপ করে যেতেই থাকে; কিংবা,

কেবল আল্লাহ্‌-র ভয়ানক আযাব আর নিজের করা শত শত পাপের কথা ভেবে আল্লাহ্‌-র রহমত থেকে একেবারে নিরাশ হয়ে পরে এবং হতাশাগ্রস্থ হয়েই বসে থাকে—- মূলত এই দুই এক্সট্রীমের কোনটাই প্রকৃতপক্ষে কোন সাফল্য আনবে না !

দুই ক্ষেত্রেই থাকতে হবে সমান ব্যালেন্স। অন্তরে যেমন থাকবে আল্লাহ্‌-র ক্ষমার আশা, তেমনি থাকবে আল্লাহ্‌-র আযাবের ভয়।

কেননা, যে কুরআনে আল্লাহ্‌ তা’আলা তাঁর অপার দয়া ও ক্ষমা হতে নিরাশ না হতে বলেন,

"আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়,ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।"

[ সূরা ইউসূফ -৮৭]


সে কুরআনেই আল্লাহ্‌ তা’আলার তাঁর আযাবের ভয়াবহতার কথাও কিন্তু বর্ণনা করেন,

‘হে লোক সকল! তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয়ই ক্বিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল। অথচ তারা মাতাল নয়, বস্ত্ততঃ আল্লাহর আযাব অত্যন্ত কঠিন’।

(সূরা হাজ্জ ১-২)


আল্লাহ্‌-র ক্ষমা পাবার আশা করে এবং আল্লাহ্‌-র আযাবকে ভয় করে – এই দুইটি ডানার মধ্যে ভারসাম্য রেখেই উড়ে যেতে হবে সামনে দিকে ...

গন্তব্য জান্নাতুল ফেরদাউস !!

ইনশাল্লাহ্‌ ..



বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205146
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
টোকাই বাবু লিখেছেন : "আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়,ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।"

[ সূরা ইউসূফ -৮৭]

সুন্দর লেখেছেন । আল্লাহুম্মা আযীরনী মিনান নার
205158
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
জীবনের গল্প লিখেছেন : ভালো একটি বিষয় উপস্থাপন করেছেন । ধন্যবাদ ।
205168
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
আফরোজা হাসান লিখেছেন : মাশা আল্লাহ! অনেক সুন্দর করে উপস্থাপন করেছো। আল্লাহ রাব্বুল আলামীন তোমার উপলব্ধি ও লেখনীতে বারাকাহ দিন, আমীন। Praying Praying
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
155193
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আল্লাহুম্মা আমীন! জাজাকিল্লাহ্‌ খাইরান আপুনি। আল্লাহ্‌ যেন তোমার দুয়ার বারাকাহ্‌ বহু গুণে বাড়িয়ে আগে তোমার জন্যে কবুল করে নেন। এর পর আমাদের সবার জন্যেও কবুল করে নেন।
আমীন আমীন।Love Struck Love Struck Happy
205176
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : গন্তব্য জান্নাতুল ফেরদাউস !!

ইনশাল্লাহ্‌ ..
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
155200
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ইনশাল্লাহ্‌ .. Happy
205179
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আল্লাহ্‌-র ক্ষমা পাবার আশা করে এবং আল্লাহ্‌-র আযাবকে ভয় করে – এই দুইটি ডানার মধ্যে ভারসাম্য রেখেই উড়ে যেতে হবে সামনে দিকে ...

১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
155199
শারিন সফি অদ্রিতা লিখেছেন : Happy
205184
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
155198
শারিন সফি অদ্রিতা লিখেছেন : Happy
205257
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
আঁধার কালো লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ ।
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
155197
শারিন সফি অদ্রিতা লিখেছেন : Happy
205490
১০ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৪
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো বেশ ...Happy Good Luck
Praying Praying Praying
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
155196
শারিন সফি অদ্রিতা লিখেছেন : Happy
205492
১০ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৭
সাদিয়া মুকিম লিখেছেন : ঈমান শানিত করা পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপুনি! আলহামদুলিল্লাহ! জাঝাকিল্লাহু খাইর। Love Struck

ইমাম ইবনুল কায়্যিম:(রহঃ)উদাহরনটি এভাবে দিয়েছেন, একটি পাখি যার মাথা হলো আল্লাহ'র মহব্বত বা ভালোবাসা আর পাখির একটি ডানা আল্লাহ'র ভয় আরকটি ডানা আল্লাহ'র আশা পোষন করা।
আমরাও যেনো আল্লাহ'র প্রতি যথার্থ ভালোবাসা, ভয় এবং আশা রাখতে পারি, ভারসাম্য রাখতে পারি। আমিন।

পরের পোস্টের প্রতীক্ষায় রইলাম Rose Day Dreaming
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
155195
শারিন সফি অদ্রিতা লিখেছেন : বারাকাল্লাহু ফিক আপি। মাশাল্লাহ্‌ তোমার মূল্যবান মন্তব্যের জন্যেও জাজাকিল্লাহ্‌ খাইরান। Good Luck Happy Love Struck
১০
205553
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : লাইটহাউসে পড়েছি Give Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File