অবশেষে বাঘের (?) গর্জন । এই গর্জন কি শুধুই বিজিবি'কে পরিশুদ্ধকরণ ? যদি তা-ই না হয়, তবে অচিরেই একই গর্জন শুনতে পাব বাংলাদেশ-ভারত সীমান্তে ।

লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ০১ জুন, ২০১৪, ০৫:২৫:৩৩ বিকাল

বিজিবি’র হামলায় মিয়ানমার সেনাবাহিনীর ২ কর্মকর্তাসহ ৪ সেনা নিহত!



তবে কি বাংলাদেশ বাকশাল গার্ডকে পরিশুদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ?আমার কাছে তা-ই মনে হয় ।

না হয় কেন হঠাত বাঘের (প্রকৃতপক্ষে বিড়াল) গর্জন ?

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি’র মধ্যে সংঘটিত গোলাগুলিতে মিয়ানমার সেনাবাহিনীর ২ কমকর্তাসহ ৪ জন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। গত ৩০ মে সংঘটিত গোলাগুলিতে বিজিবি’র ছোড়া মর্টার গোলার আঘাতে এ ঘটনা ঘটেছে।

সূত্র মতে, গত বুধবার মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি’র গুলিতে নিহত বিজিবি নায়েক সুবেদার মিজানুরের লাশ আনতে ৩০ মে বিজিবি’র চট্টগ্রাম অঞ্চলের প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমদ হোসেনের নেতৃত্বে একটি টিম মিয়ানমার সীমান্তে যায়। এই টিমে আরো ছিলেন বিজিবি’র কক্সবাজার সেক্টর কমাণ্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান , নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবি’র সিও লে: কর্নেল শফিকুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বিজিপি কর্তৃপক্ষ এসময় বাংলাদেশ টিমকে ৫২ পিলারের সন্নিকটে যাবার আহ্বান জানালে তারা লাশ গ্রহণের নিমিত্তে ৫২ পিলার এলাকায় গমন করে। এসময় মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী সকল আন্তর্জাতিক আইন লংঘন করে বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি করতে বাধ্য হয়। এতে দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধের মতো ব্যাপক গোলাগুলি চলতে থাকে। দুইপক্ষই মর্টার, রকেট লঞ্চার, মেশিনগানের মতো ভারী অস্ত্র ব্যবহার করতে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, উভয়পক্ষের এই গোলাগুলির সময় বিজিবি’র ছোড়া একটি মর্টারের গোলা মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর অবস্থানের উপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই দুই কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়। সূত্রটি আরো জানিয়েছে, পোস্টটি মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর হলে সেখানে অবস্থান নিয়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে গোলাবর্ষণ করছিল। ফলে নিহত ২ কর্মকর্তা ও ২ সদস্যের সকলেই মিয়ানমার সেনাবাহিনীর বলে জানা গেছে। এছাড়াও আহত অপর ৩জনও মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে। তবে নিহত কর্মকর্তাদের পদবী সম্পর্কে সূত্রটি নিশ্চিত করতে পারেনি।

সূত্র আরো জানিয়েছে, আহত তিন সেনাসদস্যকে মংডু হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় ঘটনাটি গোপন রাখতে মংডু হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়। তবে আহতদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়া গত রাতে তাদের মিয়ানমার সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তবে মিয়ানমারের কোন কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করেনি। কিন্তু বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় গোযেন্দা সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

____________________

সূত্র-নিউজ ইভেন্ট২৪ ডট কম ।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229096
০১ জুন ২০১৪ বিকাল ০৫:৩৩
হতভাগা লিখেছেন : এই পোস্টও সরিয়ে ফেলা হবে
229098
০১ জুন ২০১৪ বিকাল ০৫:৩৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : স্বাধীনতার পরে যতগুলো সরকার এসেছে সবগুলোর কার্যক্রম দেখেছি। বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হয়েছ কয়েকবার ক্ষমতা দখল করার কারণে। তবে বিডিআরকে কোনদিন বিতর্কিত হতে দেখিনি। প্রতিটি মানুষ বিডিআর কে শ্রদ্ধা করত, তাদের উপর আস্তা রাখত। সত্যিই বলতে কি বিডিআর শব্দটি শুনলেই যেন শরীরে আলাদা করে তাপমাত্রার পরিবর্তন হত। বিডিআর ভারত আর বার্মার জন্য আতঙ্ক ছিল।

বর্তমান সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা ভারতীয় অপশক্তিই বিডিআর কে শেষ করে দিয়েছে। এদের কাছে দেশ প্রেমের চেয়ে পকেট প্রেম বেশী। দেশের প্রধান ব্যতীত রক্ত সম্পর্কের সবাই বিদেশী নাগরিক। এ ধরনের ব্যক্তিকে আফ্রিকার অনাথ অঞ্চলের মানুষেরাও দেশের কর্তা বানাবে না, প্রতিবেশী ভারতেও সম্ভব নয়, অথচ আমরা করেছি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File