ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান

লিখেছেন লিখেছেন হক সাহেব ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:৪৪:১৮ রাত

ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান।

সাত থেকে আট মাস ধরে তিনি ও তাঁর পরিবার ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার নয়াদিল্লিতে এক

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পরিবার ও তিন সন্তানের নিরাপত্তার জন্য তাঁর স্ত্রী কিরণ রাও দেশ ছাড়ার কথাও বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

আমির খান বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’ তিনি বলেন,

‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?’

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রশ্নে যাঁরা জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন, তাঁদের পাশে ছিলেন আমির।

রামনাথ গোয়েংকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির আরো বলেন, ‘গত ছয় থেকে আট মাসে অসিহষ্ণুতার মনোভাব বেড়ে গেছে। এতে আমি আতঙ্কিত।’

তিনি বলেন, ‘ইতিহাসবিদ, বিজ্ঞানীদের এ ব্যাপারে নিজস্ব মত রয়েছে। পুরস্কার ফেরত দেওয়ার নিজের

কথা তুলে ধরার একটা পথ।’

‘প্রত্যেকেরই প্রতিবাদ জানানোর অধিকার আছে’ উল্লেখ করে আমির জানান, সব ধরনের অহিংস প্রতিবাদকে

তিনি সমর্থন করেন।

অসহিষ্ণুতার আতঙ্ক গ্রাস করলেও ধর্মের সঙ্গে সন্ত্রাসকে অবশ্য একসূত্রে বাঁধতে রাজি নন আমির। তাঁর মতে,

‘কেউ হিংসার আশ্রয় নিলেই আমরা প্রথমে যে ভুলটা করে বসি, সেটা হলো, তার সঙ্গে একটা ধর্মীয় তকমা লাগিয়ে দেওয়া; তা সেটা হিন্দু মৌলবাদী, নয়তো মুসলমান মৌলবাদী।’

অসহিষ্ণুতার প্রশ্নে এই ধর্মীয় তকমাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না আমির। তবে এই অসহিষ্ণুতাকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেটাই তাঁর কাছে সবচেয়ে ভয়ের।

আমির আরো জানান, এখন প্রতিদিন দিনের শুরুতে সংবাদপত্রে চোখ রাখতেও ভয় পায় তাঁর পরিবার।

মূল নিউজ ঃ http://m.ntvbd.com/entertainment/28925/আমি-আতঙ্কিত-ভারত-ছাড়ার-কথা-বলছে-স্ত্রী

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351274
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫০
অপি বাইদান লিখেছেন : ধর্মীয় মৌলবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা যে কতটা ভয়ংকর হতে পারে তার মাশুল একমাত্র ইসলাম ধর্মই পদে/পদে দিছ্ছে।
351279
২৪ নভেম্বর ২০১৫ রাত ১০:১০
হক সাহেব লিখেছেন : মৌলবাদী সব ধর্মেই আছে...
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:০৭
291629
অপি বাইদান লিখেছেন : সব ধর্মেই মৌলবাদ আছে, কিন্তু ৭ শতকী বর্বর ইসলাম ধর্মই অসহিষ্ণুতায় বিশ্ব চ্যাম্পিয়ান।
351362
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৬
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : অসহিঞ্চুতা একটি মানষিক রুগ। এ রুগের চিকিৎসা হল একমাত্র যুক্তি ও দাওয়াত, মুশাওয়ারাহ ও তাবলীগ। সহিঞ্চু লোকদের সাথে সফর করলে অসহিঞ্চুনাও সহিঞ্চু হওয়ার সম্ভাবনা প্রবল। ট্রাই করে দেখুন না অন্তত একবার নিজে গিয়ে যথাসম্ভব দীর্ঘ সময়ের জন্য।
351372
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
হতভাগা লিখেছেন : উনার সমস্যা হবার কথা নয় , কারণ উনার স্ত্রী হিন্দু ।
351379
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০২
হক সাহেব লিখেছেন : সেটা আপনার দৃষ্টিভংগীর ব্যাপার। আপনি যদি চান, ইসলাম ধর্মই অসহিষ্ণুতায় বিশ্ব চ্যাম্পিয়ন হউক। তাহলে আপনার কাছে সেটাই মনে হবে.. @অপি বাইদান
351381
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
হক সাহেব লিখেছেন : কাকে বললেন?? @ সাইফুল ভাই
351382
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৫
হক সাহেব লিখেছেন : কথা নয়, কিন্তু হচ্ছে.. @ হতভাগা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File