তুমি আর কিছু কথা

লিখেছেন লিখেছেন নিয়াজুল হক সাগর ২৪ মার্চ, ২০১৪, ১০:৪৯:৪৭ রাত

শুন্য প্রান্তর একলা আমি

এখানে দাঁড়িয়ে

আমাকে ছুঁয়ে দেওয়া হাত

এখন দু হাত বারিয়ে

তার এলো কালো চুলে আমি খেলা কোরি

বিলিয়ে দিই আমাকে আমি

সে চেনে না আমাকে আমি তাকে চিনি

তার ঝাপসা দৃস্টি দিগন্তে হারিয়ে যায়

কল্পনার সুর খুব বেসুরো তার

সুরের মুর্ছনায়

নিস্তব্ধতার প্রান্তরে যেন বৃস্টি সংগি হয়

আমি আমাকে মেলে ধরি

জল পরে পাতা নড়ে

একটাই মাএ ভয়

কিন্তু তাকে কে আশ্রয় দেবে

কে এমন যে তার সংগি হয়ে পথ চলে

তবু কারো এক জোমকালো আগমন

সুরেলা আনন্দের এক খনিক আহবান

সে ভাবছে এতেই তার দীর্ঘ পরিত্রান

কিন্তু আমি দেখি, তার এই খনিকের দীর্ঘ পরিত্রান মরীচিকা হয়ে ধরা পরে

কিন্তু সে তো দেখে না

অনতিবিলম্বে

আবার শুন্য প্রান্তর একলা আমি

একলা সে

ভ্রমর চলে গেছে

বৃস্টি আবার সংগি হল

এবার বাঁচাবে তাকে কে

বৃস্টি মহানন্দে তার চোখের কান্না মুছে দেয়

আমার পাপড়ি গুলো ভিজে যায়

এক সময় নুয়ে পড়ে

আবার তার ঝাপ্সা দৃস্টি দিগন্তে হারায়

বুঝি সে চেয়ে আছে কার আশায়

আমার দ্রিস্তিভ্রম হয়

আমি সেখানে আমি হয়ে দাঁড়িয়ে আছি ঠায়

সে তাকিয়ে আছে আমার দিকে

বড় অদ্ভুদ সে

তাকে বোঝা বড় দায়।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197339
২৪ মার্চ ২০১৪ রাত ১১:১২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক সুন্দর লিখলেন। কিন্তু প্রচুর বানান ভুল পড়তে সমস্যা তৈরি করছে, একটু খেয়াল করলেই ধরা পড়বে....
শুভ কামনা রইলো
197466
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
ধূসর পান্ডুলিপি লিখেছেন : Hm. . .normally likh. . Mobile bangla diye
197468
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
নিয়াজুল হক সাগর লিখেছেন : phonetic ai somossa bujhli?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File