শুধু দরকার একজন যোগ্য নেতারঃ
লিখেছেন লিখেছেন রাইহান ২৭ মার্চ, ২০১৪, ০৭:৪৮:০০ সন্ধ্যা
বিশ্ব যখন পৌছে গেলে চাঁদে কিংবা মঙ্গলে,
আম্রা এখনো পড়ে আসি বনবাদাড় আর জঙ্গলে।
ব্লগার নীলসালুর ঐ কবিতাটার দু একটা লাইন মনে পড়ল তাই লিখলাম।
তবে আমার মতে,যতদিন আম্রা কুকুর মত আহারের আশায় প্রভুর দিকে চেয়ে বসে থাকব অথ্যাত্সাহায্যের আশায় বিদেশি প্রভুদের দিকে চেয়ে হাত গুটিয়ে বসে থাকব ততদিন আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
ভাগ্যের পরিহাস স্বাধীনতার ৪২ বছর পরও সেই কদু সেই লাউ রয়ে গেলাম।
নেই আমাদের উন্নতির চাপ।
এখনো জড়িয়ে আছি আভ্যান্তরিন দাঙ্গা আর কলহে।
বেশি কিছুর দরকার নেই।
শুধুমাত্র দরকার একজন ডঃ মাহাথির মোহাম্মদের।
দরকার একজন হো চি মিনের,
ভিয়েতনামের প্রান পুরুষ হো চি মিন।
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভিয়েতনামের উপর ,চালিয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের এক নারকীয় অত্যাচার।
একদিকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালি দেশ আমেরিকা,
অন্যদিকে এক ক্ষুদ্র সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ভিয়েতনাম।
সেই অজেয় শক্তির মুখোমুখি দাড়িয়ে সামান্যতম বিচলিত হয়নি ভিয়েতনামের সাধারন মানুষ।
কারন তাদের সাথে ছিলেন তাদের প্রিয় নেতা হো চি মিন।
মার্কিনিরা ভিয়েতনামের বুকে যে পরিমান নাপাম বোমা ফেলেছিল ইতিহাসে তা বিরল।
যুদ্ধবিদ্ধস্থ সেই ভিয়েনাম আজ মাথা তুলে দাড়িয়েছ।
একটা জাতির ভাগ্য বদলানোর জন্য বেশি কিছুর দরকার নেই।
দরকার একজন সত আদর্শ এবং যোগ্য নেতার।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন