নামায পড়া হারাম !!! কেননা আল্লাহ নামাযের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন ।

লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২৫ মার্চ, ২০১৪, ১০:৩১:০৯ সকাল

রেফারেন্সঃ আল কুরআনের সূরা নিসার ৪৩ নম্বর আয়াতঃ "ওহে!

তোমরা যারা ঈমান এনেছো,

নামাযের ধারে কাছেও যেয়ো না"

.

কি ভাই আমারে খাইয়া ফেলতে ইচ্ছে করছে দ এইবার শুনেন,

মিথ্যাবাদিরা প্রচার করে মওদূদী রাহিঃ বলেছেন,

"সিনেমা দেখা জায়েয" ।

এটি দেখে অনেকেই তাঁকে ভ্রান্ত বলে । অথচ পরের কথাটি তারা প্রচার করেনা ।

পরের কথাটিতে তিনি বলেন,

"তবে অবৈধ ব্যবহার এটাকে (সিনেমাকে) হারাম করে দেয় ।"

(দেখুনঃ রাসায়েল ও মাসায়েল ২য় খন্ড)

কত বড় মিথ্যাবাদী হলে তথ্য বিকৃত করতে পারে?

মিথ্যাবাদীরা আরো বলে, জাকির নায়েক বলেছেন "কুরআনে ভুল আছে" । অথচ তার আগের কথাটি বলেনা ।

.

জাকির নায়েক এক খ্রিষ্টান পাদ্রীর সাথে বাহাসের এক পর্যায়ে বলেছিলেনঃ "আচ্ছা ধর কুরআনে ভুল আছে" ।

.

এখন চিন্তা করেন অবস্থাটা কি! অথচ এই উক্তিটি তিনি করেছিলেন কুরআনকে শাশ্বত পয়গাম প্রমাণের স্বার্থেই ।

.

এবার বুঝলেন কাট-ছাঁট করে বক্তব্য প্রচার করলে কি অবস্থাটি হয়?

যেমনটা হয়েছে কুরআনের আয়াতের বেলায় ।

.

অথচ আল্লাহ এই আয়াতটির পরের অংশে বলেছেন

"নেশাগ্রস্থ থাকা অবস্থায়" (নামাযের কাছে যেওনা)

------------- আদিপ্রম

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197490
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জানার আছে অনেক কিছু ।
197505
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:০০
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : একটা রাজনৈতিক মন্তব্য মনে হলো। কিন্তু যেহেতু আমি রাজনীতির বিষয় এড়িয়ে চলতে চাই তাই অনেক কষ্টে চেপে রাখলাম। আাশা করি পাঠক সমাজ আমার না বলা কথাটা ধরতে পেরেছেন।
197519
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
বেআক্কেল লিখেছেন : ধর্মের মাঝে আমি রাজনীতি মোটেই পছন্দ করিনা। আমি শুধু হাতে তসবী, মাথায় টুপি, গায়ে আলখেল্লা, মুখে নাভী বরাবর দাড়ি রেখে জীবন পালন করতে চাই। ঠিক তাবলীক ভাইদের মত। লম্বাকে লম্বা বলিব না, খাটোকে খাটো বলিয়া মাইর খাইতে যাইব না। চোখ আছে শুধু দেখিতে থাকিব, প্রয়োজনে বোবার মত হইয়া থাকিব। তাহলে আমার কুন শত্রু হইবে না। শালার ইবলিস ও আমাকে ওয়াসয়াসা দিতে পাইরবেনা।
197529
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
197544
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চমৎকার। মওদূদীর অন্ধ সমালোচক এমন অনেক মোল্লাকে চিনি যারা জীবনে উনার একটি বইও পড়ে দেখেননি।
197554
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:২৭
হতভাগা লিখেছেন : অল্পবিদ্যা ভয়ংকরী
197559
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৫
েনেসাঁ লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ওয়া বাররান।
197590
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:২৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File