ইসলাম ধর্মে নারীর মর্যাদা............................
লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ২০ আগস্ট, ২০১৪, ০১:৪৯:০০ রাত
সূরা মুমিনূন :
১। মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
২। যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
৩। যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
৪। যারা যাকাত দান করে থাকে
৫। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
৬। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
সূরা বাকারা
২৮২। ......দুজন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন মহিলা।......।
সুরাহ তালাক আয়াত ৪
তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।
সহিহ্ বোখারী ভল্যুম ৫,৭০৯:
"সাহাবী আবু বাক্রা বলছেন, নবী (দঃ) বলেছেন যে, যে জাতি নারীর ওপরে নেতৃত্ব দেবে, সে জাতি কখনো সফলকাম হবে না।"
সহিহ্ বোখারি ভলুম ৭ বই ৬২ হাদিস ১৩৭:
আবু সাইদ আল খুদরি বর্ণনা করলেন:
এক জিহাদে আমরা শত্রুপক্ষের নারী বন্দি পেলাম। তারা আমাদের হাতে আসলে আমরা তাদের সাথে আজল করে সহবাস করলাম। এরপর আমরা রসুলুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: “তাই নাকি! তোমরা কি এরূপ করে থাক?” রসুলুল্লাহ তিনবার এই প্রশ্ন করলেন, এবং বললেন: “আখেরাত পর্যন্ত যত লোক সৃষ্টি হবে তাদের প্রত্যেকটি অবশ্য জন্মলাভ করবে।”
সহিহ্ মুসলিম, বই ৩১ হাদিস ৫৯৬৬:
"আবু মূসার বর্ণনা মতে নবী (দঃ) বলেছেন: "পুরুষদের মধ্যে অনেকেই ত্রুটিমুক্ত কিন্তু নারীদের মধ্যে কেউ-ই ত্রুটিমুক্ত নয়, কেবল ইমরানের কন্যা মেরী এবং ফারাওয়ের স্ত্রী আয়েশা ছাড়া।"
সহিহ্ বোখারি ভল্যুম ৭, হাদিস ৩০:
"আবদুল্লা বিন ওমর বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে তিন জিনিসের মধ্যে অশুভ আছে, নারী, বাড়ী আর ঘোড়া।"
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনুসংহিতা এবং নারী
“নৈতা রূপং পরীক্ষন্তে নাসাং বয়সি
সংস্থিতিঃ/
সুরূপং বা বিরূপং বা পুমানিত্যেব ভুঞ্জতে
॥“ (৯:১৪), অর্থাৎ “যৌবনকালে নারী রূপ
বিচার করে না, রূপবান বা কুরূপ পুরুষ মাত্রেই
তার সঙ্গে সম্ভোগ করে।”
স্বভাব এস
নারীনাং নরাণামিহ দূষণম্/অতোহর্থান্ন
প্রমাদ্যন্তি প্রমদাসু বিপশ্চিতঃ॥” (২:২১৩)
অর্থাৎ “নারীর স্বভাবই হলো পুরুষদের দূষিত
করা...”!
কেউ আমারে মাইররাল্লা রে কেউ আমারে মাইররাল্লা
ইমরানের মেয়ের নাম কি আয়শা? কোথায় পাইছেন ভাই? আপনি না আরবী জানেন! তাইলে এই অবস্থা (?)
আরো তথ্য:১,২,৩,৪,৫
হিন্দু ধর্মের আবর্জনা তুলে ধরার জন্য ধন্যবাদ। তবে ইসলাম নিয়ে পিছলামি করারও সুযোগ নেই।
কৃষ্ণ, বুদ্ধ, মোহাম্মদ, যিশু, গুরুনানক......এগুলো সব ভন্ড বদমাসের হাড্ডি।
নাই
জন্ম হয়, ইসলাম
বলে, "যার
ঘরে প্রথমে কন্যা সন্তান
হয় সেই ঘর
বরকতময়"।
নারী যখন
যুবতী হয়, ইসলাম
ঘোষনা দেয়
যে "তার
মেয়েকে সঠিক
ভাবে লালন পালন
করে ভাল পাত্র
দেখে বিয়ে দেয়
তার জন্য জান্নাত
ওয়াজিব হয়ে যায়।"
নারী যখন
বিবাহিত, ইসলাম
বলে "সেই পুরুষই
সর্বোত্তম যে তার
স্ত্রীর
কাছে উত্তম"।
নারী যখন সংসারী,
ইসলাম
বলে "স্ত্রীর
দিকে দয়ার
দৃষ্টিতে তাকানো সওয়াবের
কাজ।
এমনকি স্ত্রীকে আদর
করে মূখে এক
লোকমা খাবার
তুলে দেয়াও"।
নারী যখন
গর্ভবতী, ইসলাম
বলে, "গর্ভাবস্থায়
যে নারী মারা যায়
সে শহীদের
মর্যাদাপায়"।
নারী যখন মা,
ইসলাম
বলে "মায়ের পদ
তলে সন্তানের
বেহেশত"।
চমত্কার রেফারেন্স!
গ্রামের পথে পথে আর কি আয়াত আছে আপনার কাছে ?
মনের মাধুরী মিশানো এসব মিষ্টি কথা কোরান-হাদীসের কোথায়, কোন অধ্যায়ে লেখা আছে? বলেন তো, শুনি?
তারা আবার কুরআনের আইয়াত অথবা ইসলামের সত্যতা বুঝার বিবেক-বুদ্ধি কোথায় পাবে,
তোমাদের জন্য কোরআন কি বলে শুন ঃঃ--
"তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না, (বাকারা-১৭)"
"""তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না, (বাকারা-১৮)""
মন্তব্য করতে লগইন করুন