হুশিয়ার বাঙালি : আইএসআই এর জঙ্গিরা এখন বাংলাদেশে।

লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ১১ আগস্ট, ২০১৪, ০৪:৫৭:৫৩ রাত



বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর, অমানবিক, দুর্ধর্ষ, নরপশুদের সন্ত্রাসী বাহিনী, আইএসআইএস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি এক ভিডিও বার্তা দিয়ে তারা বাংলাদেশে তাদের অবস্থান জানান দিয়েছে।

আইএসআই এর ৩টি শর্ত :

(১) ইসলাম গ্রহণ করতে হবে! ইসলাম গ্রহণ অর্থ হচ্ছে, অন্য কোন ইসলাম হলে হবে না! ‘আইএসআইএস ইসলাম’ গ্রহণ করতে হবে। আবু বকর আল বাগদাদীর সাগরেদ হতে হবে।

(২)‘আইএসআইএস ইসলাম’ গ্রহণ না করলে বেঁধে দেয়া সময়ের পূর্বে এলাকা ছাড়তে হবে।

(৩) উপরের দুইটি শর্ত না মানলে নির্বিচারে এবং স্বপরিবারে হত্যা করা হবে।


আইএসআইএস এ পর্যন্ত সিরিয়া এবং ইরাকে যতগুলো মসজিদ ধ্বংস করেছে, ইহুদিরা কেনো? পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত এত অল্প সময়ে এত মসজিদ কোথাও ধ্বংস হয়েছে বলে জানা যায় না। আইএসআইএস-এর দখলকৃত এলাকায় নবী ইউনুস মসজিদসহ শিয়া এবং কুর্দিদের বেশিরভাগ মসজিদ-মাজার বোমা মেরে, কামান দেগে ধ্বংস করে দেয়া হয়েছে।



বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253142
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৪৩
সজল আহমেদ লিখেছেন : আইজকা এত ভদ্রভাষা দেখতাছি ক্যান ?
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
197233
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনের ডরে, বয় পাইচি..............

১১ আগস্ট ২০১৪ সকাল ১১:১০
197236
সজল আহমেদ লিখেছেন : মুমিন কারা ব্যাখা করুন ।
১১ আগস্ট ২০১৪ সকাল ১১:৩১
197243
গ্রামের পথে পথে লিখেছেন : আপনার মত ছাগল'কে মুমিন বলা হয়। ধন্যবাদ।
253152
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৯
১১ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৪
197245
গ্রামের পথে পথে লিখেছেন : সবই আল্যার ইছ্ছা.............।
253177
১১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৩
সজল আহমেদ লিখেছেন : শিব ছাগু কারা ব্যাখা করুন হিজড়াবানু ওরফে ফুলবানু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File