আল্লা কি অন্য সবার মত কানে তালা মেরেছেন?
লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ২৪ জুলাই, ২০১৪, ১১:৩০:৩৪ রাত
ফিলিস্তিনীদের জন্য মুমিনের দরদ উথাল-পাতাল। আমাদের মুমিন ভাইরা ইদানিং এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি চালাচালি করছেন। তাদের অভিযোগ- ইহুদীদের সাথে তাল মিলিয়ে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ কানে তালা মেরে আছে।
কিন্তু অনেকের মতে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ কেন মুমিন মুসলমানদের কথা শুনবে? ধর্মগ্রন্থ কোরাণে আল্লা পরিস্কার বলে দিয়েছেন- ইহুদী, নাসারা, কাফের, নাস্তিক.................. সবাই অভিশপ্ত, তুছ্ছ তাছ্ছিল্য জাতি। শুধু তাই না, অমুসলিমদের বন্ধুত্ব না করার জন্য মুমিনদের সতর্ক করে দিয়েছন।
মুসলমানদের জন্য তাদের আল্লা রয়েছেন। তিনি শুধু "হও" বল্লেই সব হয়ে যায়। তো, মুসলমানরা কেন অমুসলিমদের সাহায্য, করুনা পাওয়ার আশায় কাঁন্নাকাটি করে।
নাকি ইউরোপ, আমেরিকা, জাতিসংঘের ভয়ে মুসলমানদের আল্লা স্বয়ং কানে তালা মেরেছেন।
বিষয়: বিবিধ
২১৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পূর্ববর্তী কারা? লুত, নমরুদ, হাদ্দাত, ফেরাউনের কল্পকাহিনী?
মন্তব্য করতে লগইন করুন