যে কোন সময় ঝুলে যেতে পারে চন্দ্রবিজয়ী "লাল আর্মস্ট্রং"
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১৬ এপ্রিল, ২০১৪, ০৮:৪৩:৫৪ রাত
বাংলাদেশের প্রথম চন্দ্রবিজয়ী তাফরীরে কূরআন লাল আর্মস্ট্রং।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় যে কোন দিন। স্বাধীনতার পর পরই দায়ের হওয়া পিরোজপুরের ইব্রাহিম কুট্টি হত্যা মামলার তদন্তের বিষয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের আলাদা আবেদন বুধবার খারিজ করে দেয় আপিল বিভাগ। এখন যে কোন দিন রায় ঘোষণা করা হবে।
এখানে দুটি প্রশ্ন :
১। লালা মিয়ার ফাঁসি হয়ে গেলে ছাগুরা বলবে- যুগেযুগে আল্লাহ তার প্রিয় বুর্জুগদের এ ভাবেই ঈমান পরীক্ষা করেন।
২। কিন্তু লাল মিয়া ফাঁসি থেকে ফসকে গেলে ছাগুরা বলবে- যুগেযুগে আল্লাহ এভাবেই ফাসেক, বাতিলের হাত থেকে তার প্রিয় বুর্জুগদের রক্ষা করেন।
বিষয়: বিবিধ
৭৩০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল কূরআন : সূরা লাহাব।
১। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
২। কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
৩।সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
৪। এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
৫। তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
মন্তব্য করতে লগইন করুন