কসাই কাদের মোল্লার শেষ চিঠি (স্ত্রীকে লেখা)
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১৫ এপ্রিল, ২০১৪, ০২:২৫:১২ দুপুর
বিসমিল্লাহির রহমানির রাহীম।
প্রিয়তমা জীবন সাথী পেয়ারী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর খুব সম্ভব আগামী রাত বা আগামীকাল জেলগেটে আদেশ পৌছানোর পরই ফাঁসির সেলে আমাকে নিয়ে যেতে পারে। এটাই নিয়ম . ........................
" পেয়ারী, হে পেয়ারী, তোমাদের এবং ছেলেমেয়ের অনেক হকই আদায় করতে পারিনি। আল্লাহর কাছে পুরষ্কারের আশায় আমাকে মাফ করে দিও। তোমার জন্য বিশেষভাবে দোয়া করেছি যদি সন্তান-সন্ততি এবং আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন। এখন তুমি দোয়া করো, যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া-মহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং রাসূলে করীম (সঃ) এর মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন। ইনশাআল্লাহ, জান্নাতের সিড়িতে দেখা হবে।"
কিন্তু কাদের মোল্লা তো তখন ৭২ হুরপরীর প্রেমে গদগদ থাকবেন। V চিহ্ন দেখানো পেয়ারী বেগম মনের দুঃখে জান্নাতের সিড়িতেই হার্টফেল করে মারা যাবেন, নয় কি???
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কি জানা নেই - হিংসা, অহংকার পৃথিবীর বস্তু, জান্নাতে এগুলোর অস্তিত্ব নেই।
মূলকথা- কোন জান্নাতি চাইলে পৃথিবীর নিজ স্বামী/স্ত্রীকেও পাবে যদি উভয়ই জান্নাতি হয়।
আর জান্নাতে নিশ্চয় পৃথিবীর আকৃতির মানুষ হবে না.........
মন্তব্য করতে লগইন করুন