রাজনীতির মঞ্চ- ইসলাম বনাম অইসলাম
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:০৪:০৪ সকাল
গত ৫ই মে মতিঝিল শাপলা চত্তর থেকে লেজ গুটানোর পর হেফাজতের মৌলবীরা আবার মাঠে নেমেছে। বিভিন্ন ইসলামিক সেরাত-জলসার আড়ালে এবার তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেরাত-জলসা তো লোক দেখানে, তাদের মূল টার্গেট সেই পুরানো ১৩ দফা- নারী দমন এবং নাস্তিক কতল। গতকালের সেরাত সভায় হেফাজত নেতা বাবুগনরী যা বল্লেন তার মমার্থ খুব স্টেটফোরওয়ার্ড- তিনি ইসলামের রাজনীতি করবেন, তিনি ইসলামের বিধি বিধান সমাজের সব স্তরে কায়েম করবেন, ইসলাম এবং ইসলামের নবী বিরোধী নাস্তিক মুর্তাদের গলা কেটে নিবেন, নারী কে গৃহবন্ধি করবেন এবং পুরুষের উপার্জান নির্ভর ৭ শতকের দাসী বানিয়ে রাখবেন । এই হল বাবুনগরীর সাফ কথা। অবশ্য, রাজনীতির মঞ্চে জনাব বাবুনগরী তার কথা বলতেই পারেন। কিন্তু আজকের সভ্য জগতে অন্যের গলা টিপে রাজনীতির মঞ্চ এক তরফা হতে পারে না। আপনি আপনার ধর্ম বিশ্বাসের স্রোষ্টাকে রাজনীতিতে টেনে আনবেন আনুন। তা হলে স্বাভাবিক ভাবেই বিজ্ঞান সচেতন মানুষ আপনার স্রোষ্টার অস্তিত্ব নিয়ে হেঁচকা টান দিবে। আপনার ধর্মপুরুষকে রাজনীতিতে টেনে আনতে চাইলে আনুন। স্বাভাবিক ভাবেই সভ্য, সুশিক্ষিত মানুষ পাল্টা আপনার ধর্ম পুরুষদের অনৈতিক, অসামাজিক, অমানবিক, নারী বৈষম্য মুলক এবং সর্বপরি অবৈজ্ঞানি কর্মকান্ডের ঝুলি জনসম্মুখে উন্মচন করে দিবে। তখন কিন্তু যৌন অনুভুতির মত স্পর্শ কাতর ধর্মানুভুতির দোহাই দিতে পারবেন্না। আপনি নাস্তিকের গলা কাটতে চাইলে কাটুন্না! বিজ্ঞান-প্রযুক্তি সম্মৃদ্ধ সুসভ্য সেক্যুলার জনতা মধ্যযূগীয় মোল্লা মৌলবীদের শায়েস্তা করতে জানে। ভুলে গেলে চলবে না- মানুষ এখন আর ৭ শতকের অন্ধ যুগে বাস করে না।
সত্যিকার অর্থে নাস্তিক-মুর্তাদ নয়, বরং ধর্ম ব্যাবসায়ি ভন্ডরাই ধর্মের জন্য সবচেয়ে বিপদজ্জনক।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সহিহ্ বোখারি ভলুম ৭ বই ৬২ হাদিস ১৩৭: আবু সাইদ আল খুদরি বর্ণনা করলেন: এক জিহাদে আমরা শত্রুপক্ষের নারী বন্দি পেলাম। তারা আমাদের হাতে আসলে আমরা তাদের সাথে আজল করে সহবাস করলাম। এরপর আমরা রসুলুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: তাই নাকি! তোমরা কি এরূপ করে থাক?” রসুলুল্লাহ তিনবার এই প্রশ্ন করলেন এবং বললেন: আখেরাত পর্যন্ত যত লোক সৃষ্টি হবে তাদের প্রত্যেকটি অবশ্য জন্মলাভ করবে।
মালিকের মুয়াত্তা হাদিস ২.২৩.৯০: ইয়াহিয়া—মালিক—নাফি থেকে। ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল। মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।
==========
মজার ব্যাপার হচ্ছে,শিক্ষিত পাশ্চাত্যরা ইসলাম গ্রহণ করছে ব্যাপক হারে। আর সাধারণ মুসলিমরা এগিয়ে যাচ্ছে ইসলামের পথে।
==================
আজ থেকে হাজার বছর পূর্বে জ্ঞানীরা যতটা ধর্মের বিরুদ্ধে বলতে পারত আজ তার এক পার্সেন্টও পারছে না। এর কারণটা কি? ভিন্ন একটি পোস্টে ব্যাখ্যা দিলে ভারো হতো। ধর্মের বিরুদ্ধে গুটি কয়েক মানুষের এত ক্ষোভ কিন্তু রাজনীতি হচ্ছে ধর্মকে আশ্রয় করে। আমাদের স্বপ্নের দেশ আমেরিকাতেও শপথ পাঠ হয় 'বাইবেলের' উপর হাত দিয়ে। এই যে রাজনীতি ধর্ম প্রভাবিত করছে সেট কিসের জোরে?
নাস্তিব্যবাদী সোভিয়েত ভেঙে গেল কেন? চীন কেন পুঁজিবাদের দিকে ফিরে আসছে, অন্যদিকে সাধারণ মানুষ পুজিঁবাদকে চাচ্ছে না। পরস্পর বিরোধী এই কর্মকান্ডগুলি ঘটছে কেন?
আর আপনি হয়ত জানেনই না পৃথিবীর ২০% মানুষ আল্লা-টাল্লা-গড-টড এ বিশ্বাস করে না, মুসলিমদেশে নাস্তিকের সংখ্যা ৩৫%। আপনি ইসলাম কবুলের বিষয়টি জানেন, কিন্তু ইসলাম তালাকের বিষয়টি জানেন্না! অবাক কান্ড!! সালমান রুজদী, তসলিমা নাসরিন, ইয়ান হারশি আলী, মারিয়াম নামাজী, ওয়াফা সুলতান... এদের নাম শুনেছেন? নাইজেরিয়া, সুদান, প্যালেস্টাইন, সিরিয়া, ভারত, ইরান.... এসব দেশে ইসলাম তালাকের হিরিকের কথা নাই বল্লাম। সোভিয়েট রাশিয়া গনতন্ত্রে ফিরে এসেছে, ইসলামে নয়। কিন্তু তার আরো আগে পুরো অটোমান ইসলামের তন্ত্র-মন্ত্র তালাক দিয়েছে। ধন্যবাদ।
================
সালমান রুশদী এবং তসলিমাকেই চিনি। এরা ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করে না। এরা আমার প্রাসঙ্গিক বিষয় নয়। প্রাসঙ্গিত হতো, যদি তারা ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতো।
====================
আপনি পোস্টে আলোচনা করেছেন মূলত ইসলাম ধর্মের ব্যাপারে। তাই বলতে চেয়েছিলাম, হাজার হাজার 'শিক্ষিত' পাশ্চাত্য খৃষ্টানরা ইসলাম গ্রহণ করছে।
মন্তব্য করতে লগইন করুন