অবারিত শান্তির রামরাজ্য আর কত দুরে?
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫৯:০২ সকাল
বিজেপি প্রধান নরেন্দ্র মোদি
পর্যবেক্ষকদের ধারনা এবারের নির্বাচনে ভারতে নরেন্দ্র মোদির দল বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জল। বিভিন্ন প্রাক নির্বাচনী জরিপেও বিজেপি ক্ষমতাসিন কংগ্রেসের চেয়ে এগিয়ে আছে। আর এই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছে। বিশেষ করে বহু সমস্যায় জর্জরিত ভারতে নরেন্দ্র মোদির দল সত্যিকার অর্থেই যদি মহামতি রামের অবারিত শান্তির রামরাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হোন তা হবে ভারতবাসী তথা এ অঞ্চলের অনেকের মতে একটি সুভ সূচনা।
৯০% হিন্দু ধর্মালম্বীর দেশ ভারতে হিন্দু ধর্মতত্বের কোন বিকল্প নেই। রাম, লক্ষ্যন, শ্রী কৃষ্ণের পূণ্য ভূমি ভারতে বহুপ্রতিক্ষিত রামরাজ্য প্রতিষ্ঠা হবে এটাই এই অঞ্চলের সময়ের দাবি এবং প্রত্যাসা। তবে বিজয়ের শেষ হাসি কোন দলের ভাগ্যে জুটবে তা নিশ্চিত করে বলা মুস্কিল। দেখা যাক কি হয়।
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন