সমকালীন বাংলা সাহিত্যে অশ্লীলতা : আল মাহমুদ বনাম তসলিমা নাসরিন।

লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ২৭ মার্চ, ২০১৪, ০৮:০৩:০১ রাত



সমকালীন বাংলা সাহিত্যে আমরা যদি কবি আল-মাহমুদের কবিতা গুলো পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব, তাঁর অনেক কবিতাই নারী এবং যৌন অশ্লীলতায় সরব।

তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী

খেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ

শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি

তারো বেশী ঢেলে দেবো আন্তরিক রতির দরদ ।
(সোনালী কাবিন- সনেট ১০ )

চরের মাটির মতো খুলে দাও শরীরের ভাজ

উগোল মাছের মতো খুলে দাও শরীরের ভাজ ।


(আষাড়ের রাত : আরব্যরজনীর রাজহাস )

আল-মাহমুদের কবিতা বা সাহিত্য পর্যবেক্ষণ করলে আরো অনেক দৃষ্টান্ত উপস্থাপন করা যাবে। শুধু আল-মাহমুদ নয় আধুনিক বাংলা সাহিত্যে কবি বা সাহিত্যিকদের হাতে যৌনতার শৈল্পিক রুপায়ন ঘটেছে। এই যৌনতা আবার কখনো কখনো অশ্লীলতার মাত্রায় পর্যবসিত হয়েছে। যেমন আল মাহমুদের মত তাসলিমা নাসরিনের লেখা কবিতায়ও:

শরীরের এই হাল, শরীরে গ্রীষ্মকাল,

স্নানের জল আছে? ও যুবক স্নানের জল আছে তো?

তোর একার জলে না হলে যুবকের দল কাছে তো?


(কাঁপন ১৭ তাসলিমা নাসরিন)

এছাড়া তাসলিমা তাসরিনের কবিতা, উপন্যাস, হুমায়ুন আজাদের নারী উপন্যাস সহ আরো অনেক কবি সাহিত্যিক রয়েছেন, যাদের কবিতা সাহিত্য যা অশ্লীলতার মাত্রায় পর্যবসিত হয়েছে। সাহিত্যে যৌনতার উপস্থিতি সমাজের বিদ্যমান দ্বন্দ্বকে রুপায়ন করার জন্য প্রয়োজন হবে। তবে এই রুপায়ন যেন যৌন সাহিত্য বা পর্ণো সাহিত্যের রুপান্তরিত না হয়।

বিষয়: বিবিধ

৩৯৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198919
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩০
ফেরারী মন লিখেছেন : আল মাহমুদ এখন জামাতে যোগ দিয়ে নিজেকে পাপমুক্ত করতে চাচ্ছে। আসলে উনি গুয়ের ডোবা থেকে মলের ডোবাতে পড়েছেন।
198963
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
সুমাইয়া হাবীবা লিখেছেন : ইদানীং আল মাহমুদ এসব পরিহার করছেন। আর কেউ যদি হিদায়াত প্রাপ্ত হতে চায় তাকে ব্যঙ্গ বা কটুক্তি করে পিছিয়ে দেয়াটা উচিত নয়।
198980
২৭ মার্চ ২০১৪ রাত ১০:১৪
এমএ হাসান লিখেছেন : দয়াকরে ছবিটি সরান।
199077
২৮ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৩
199366
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
সালাহ খান লিখেছেন : আল মাহমুদ প্রথম কমিউনিজম মতবাদে বিশ্বাসী ছিলেন , পরে এক কবির সংস্পর্শে এসে তিনি ইসলামের দিকে ঝুকে পড়েন , সেই কবি বছর তিনেক আগে মারা গেছেন , আমি তার নাম নেবনা । তিনি আল্লাহর কাছে ভাল আছেন বলেই আমার বিশ্বাস । তাই , মাহমুদের অতীত জীবন নিয়ে ঘাটাঘাটি না করাই ভাল । লিখনীর জন্য ধন্যবাদ জানবেন
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
156100
অজানা পথিক লিখেছেন : আল মাহমুদ এখনো জীবিত আছেন। কবি মল্লিত তিন বছর আগে ইন্তিকাল করেছেন
204252
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File