ইতিহাস পাঠঃ বৈশাখী মেলা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১২ এপ্রিল, ২০১৭, ১২:২১:৪৭ রাত

আকবরের থিংক ট্যাংক সংকর ক্যালেন্ডার তারিখ-ই-ইলাহির জনপ্রিয়তা তৈরি করার জন্য একটি উৎসবও আমদানি করেন, ইরান থেকে। এবং এক্ষেত্রেও দীন ই ইলাহির বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখা হয়। এই উৎসব গ্রহন করা হয় অগ্নি পুজারি জরথুস্ত্রবাদের বছরের প্রথ্ম দিনের উৎসব নওরোজের অনুকরণে।[https://goo.gl/kwjXPU] এছাড়া নওরোজ শিয়া সম্প্রদায়েরও একটি বড় উৎসব [https://goo.gl/gll6Uz]। বৈশাখ মাসে রাজকীয় উদ্যোগে নওরোজ পালন শুরু হয়। পরে এই উৎসব বৈশাখী মেলা নাম ধারন করে [https://goo.gl/VE0c9s]। শিয়া সম্প্রদায় ব্যতিত, সাধারণ মানুষের কাছে এই উৎসব খুব বেশি একটা জনপ্রিয়তা পায় না। সম্রাট আকবর হতে সম্রাট আওরঙ্গজেবের সময় পর্যন্ত (১৫৫৬-১৭০৭) এটা রাজকীয় উদ্যোগে পালন করা হতো। সম্রাট আওরঙ্গজেবের রাজত্ব শেষ হওয়ার সাথে সাথে নওরোজও তার জৌলুস হারিয়ে ফেলে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। হিন্দুরা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওযা যায়। পরবর্তীকালে ১৯৬৭ সনের পূর্বে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় হয় নি [https://goo.gl/VE0c9s]। ১৯৬৭ সালে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনা পার্কে অশ্বত্থ গাছের নিচে প্রথম বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে [https://goo.gl/VE0c9s]। এটাকে কেন্দ্র করে মেলাও শুরু হয় কিছুদিন পর।

#ইতিহাস_পাঠ ২

#পহেলা_বৈশাখ ২

#KnowYourHistory

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382618
১২ এপ্রিল ২০১৭ বিকাল ০৪:০৪
হতভাগা লিখেছেন : পহেলা বৈশাখে ইলিশ নিয়ে যে দৌঁড় ঝাঁপ এটা কে , কবে , কেন চালু করেছিল জানেন কি ?
১৪ এপ্রিল ২০১৭ রাত ০১:১৪
316186
চিলেকোঠার সেপাই লিখেছেন : ভাই পরের পোষ্টে চোখ রাখেন। এটা নিয়ে ব্লগ লিখছি একটা। কাল পোস্ট করবো।
382623
১২ এপ্রিল ২০১৭ রাত ০৮:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুরোপুরি ঠিক নয় এই ইতিহাস। আকবর এর সময় প্রচলিত আঞ্চলিক সনগুলি ছিল মুলত অর্থনৈতিক। এইদিন মুলত ছিল ব্যবসায়িক উৎসব।
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ১২:৩২
316173
চিলেকোঠার সেপাই লিখেছেন : ভাই রেফারেন্স চেক করে দেখতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File