১০ মুহাররম

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১২ অক্টোবর, ২০১৬, ০৯:০১:০১ রাত



আজ থেকে ১৩৭৭ বছর আগে কুফা যাওয়ার পথে ইরাকের কারবালা শহরের পাশে আল হোসাইন রাঃ সহ রাসুলুল্লাহ সাঃ এর পরিবারের প্রায় ১৫০ জন সদস্যের (৭৩ পুরুষ এবং বালক। আর বাকীরা মহিলা) দলকে আমাদের উম্মাহের নিকৃষ্টতম শাসক, জাহান্নামের কীট ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বাধীন ৪০০০-৫০০০ সদস্যের আর্মি ঘিরে ধরে। সেটা ছিল মহরমের ২ তারিখ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আর্মি ইউফ্রেতিস নদী অবরোধ করে রাখে। হোসাইন রাঃ এর কাফেলা মরুভূমির মাঝখানে পানিহীন অবস্থায় আটকে পরেন। এর মাঝে একদিন হোসাইন রাঃ তার ৬ মাস বয়েসি শিশুপুত্র আলী আল-আসগরকে ইয়াজিদের আর্মির সামনে নিয়ে এসে উঁচু করে ধরেন। তার জন্য একটু পানি চান। ইয়াজিদের বাহিনী তীর মেরে বাচ্চাটিকে হত্যা করে.........।

অন্যদিকে হোসাইন রাঃ কে হাজার হাজার চিঠি লিখে আমন্ত্রন জানানো কুফাবাসি গাদ্দারি করে। হোসাইন রাঃ সাহায্যে এগিয়ে আসে না। তাদের চোখের সামনে এগুলা ঘটতে থাকে, তারা ইয়াজিদের ভয়ে চুপ করে থাকে। হোসাইন রাঃ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনটি প্রস্তাব দেয়-

১- হোসাইন রাঃ দামেস্কাসে যাবেন। সেখানে তিনি নিজে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবেন।

২- হোসাইন রাঃ মদিনায় ফিরে যাবেন।

৩- অথবা হোসাইন রাঃ পরিবার নিয়ে খিলাফার বাইরে কোথাও চলে যাবেন।

উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনটি প্রস্তাবই প্রত্যাখান করেন। তার প্রস্তাব টোটাল সবমিশন অথবা যুদ্ধ। রাসুলুল্লাহ সাঃ এর সন্তান, হোসাইন রাঃ যুদ্ধকেই বেঁছে নেন। সেটা ছিল মহররমের ৯ তারিখ। এরপর দিন আমাদের উম্মাহের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। ইয়াজিদের বাহিনী রাসুলুল্লাহ সাঃ পরিবারের ৭২ জন পুরুষ সদস্যকে বর্বরভাবে হত্যা করে। শুধুমাত্র শিশু জয়নাল আবেদিন বেঁচে যায় কারন তিনি প্রচণ্ড অসুস্থ এবং মায়ের কাছে ছিলেন।

এবং আমারা এখনো কারবালার মধ্যেই আছি...।

সিরিয়া এবং জাজিরাতুল আরবে দুই ইয়াজিদ বসে আছে। বৈশ্যতা স্বীকার না করায় শামের পবিত্র ভুমিতে, আলপ্পোতে প্রতিদিন শত শত মানুষকে হত্যা করছে সেই দামেস্কাসেই বসে নতুন ইয়াজিদ আসাদ। যারা হোসাইন রাঃ জন্য এত ভালবাসা দেখায় সেই শিয়া ইরান এই ইয়াজিদের সবচেয়ে বড় সমর্থক। আর এক ইয়াজিদ সৌদ পরিবার ইয়েমেনে বোমা হামলা করে হাজার হাজার মানুষ হত্যা করছে। ফিলিস্তিনের কসাইদের ফাইন্যান্স করছে। ইয়েমেন এবং শামের মানুষ হোসাইন রাঃ যোগ্য উত্তরসূরি। তারাও হোসাইন রাঃ এর মত শির দিলেও অত্যাচারির কাছে মাথা নত করেনি......

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378647
১৩ অক্টোবর ২০১৬ রাত ১২:৩৭
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File