কাশ্মীরের মুক্তিযোদ্ধারা জঙ্গি?
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৬:৫৯ সকাল
১৯৪৭ সাল থেকে কাশ্মীর দখল করে আছে ভারত। কাশ্মীরে ৭ লক্ষেরও বেশি ভারতীয় আর্মি মোতায়েন আছে, যেখানে ইরাকে হামলার সময় অ্যামেরিকার সৈন্য ছিল ৩,৮০,০০০। আফগানিস্তানে মোট ১ লক্ষের মত সৈন্য ছিল ২০০১ যুদ্ধের সময়। ১৯৭১ সালে পাকিস্তান যখন আমাদের দেশে হামলা করে তখন পাকিস্তানি সৈন্য ছিল ৩,৬৫,০০০। এখান থেকেই বোঝা যায় কাশ্মীরের অবস্থা। গত ৬৯ বছরে কয়েক লক্ষ মানুষকে গুম এবং হত্যা করেছে ভারতের দখলদার বাহিনী। একটা ভ্রমন কাহিনীতে পড়েছিলাম কাশ্মীরি গাইড বলেছিলো, সৈন্যদের লালসা থেকে মেয়েদের বাঁচিয়ে রাখাই এখন কাশ্মিরিদের সবচেয়ে বড় সমস্যা। সেই কাশ্মীরের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলা, মানবতা কে অপমান করা। পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষকে অপমান করা। ১৯৭১ সালের আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের কেও অপমান করা।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশের এখন কুল রাখি না শ্যাম রাখি এই অবস্থা । তাই জনগন কাশ্মীরিয়ানদের পক্ষে হলেও সরকার ভারতের পক্ষে।
চীনা সাপোর্ট চাইনিজ মালের মতই হয় কি না !
মন্তব্য করতে লগইন করুন